বেদআতি পির মুরীদর কথোপকথন,
বেদআতিঃ-
দুরূদ পড়তে পড়তে সবাই দাঁড়ান! রাসূল এসে
গেছেন। উনার সম্মানে দাঁড়ান!
মুরীদঃ-
"হুজুর! দুনিয়ায় অনেক জায়গাতেই একই
সময়ে লোকজন দুরূদ পড়তেছে, এখন রাসূল
আমাদের এখানে আসবেন না অন্যত্র
যাবেন?
বিদআতিঃ-
বাবা! তুমি এইটা বুঝবানা!
মুরীদঃ-
হুজুর! যারা রাসূলের রওজায় সালাম দিতে
গিয়েছে, তারা কাকে সালাম দিবে, যদি
রাসূল এখানে
চলে আসেন?
বিদআতিঃ বাবা! তুমি এইটা বুঝবানা!
মূরীদঃ-
হুজুর! রাসূলকে আমরা এত আগে ছেড়ে
দিচ্ছি কেন? উনি এতদূর থেকে আসলেন, দুরূদ
কি
আরো কয়েক ঘন্টা যাবৎ পড়া যেত না?
বিদআতিঃ-
বাবা! তুমি এইটা বুঝবানা!
মুরীদঃ-
হুজুর! নামাজেও দুরূদ পড়ি, তখন তো বসে
থাকি,কিন্তু তখন কি রাসূল আসেন না? আর
তখন আমরা
কেন দাড়াইনা?
বিদআতিঃ-
বাবা! তুমি এইটা বুঝবানা!
মুরীদঃ-
হুজুর! শেষে মুনাজাতটা কেন আপনিই
করলেন? রাসূল আসছেন উনাকে দিয়ে
মুনাজাতটা না
করিয়ে আপনিই মুনাজাতটা করে ফেললেন,
কিন্তু
কেন?
বিদআতিঃ-
বাবা!তুমি এইটা বুঝবানা!
অতপর,
তাবারুকটা “মুরীদ” পীরকে আগে না দিয়ে
নিজের
থালায় নিয়ে নিল।
এবার..
বিদআতিঃ- পীরের কারামত!!
বেটা বেয়াদব! পীরকে না দিয়ে আগে
খেতে নেই কোন কিছু তো জানিস না?
মুরীদঃ এইটা আপনি বুঝবেন না!!
হুজুর! রাসূল (সা) এর উপস্থিতিতে আপনি
মুনাজাত করলে সেটি বেয়াদবি না!! এখন
চাপাবাজি করছেন!! হুজুর! নবী এলেন আপনি কি দেখেছেন? দেখে থাকলে তো আপনি সাহাবী আর যদি না দেখন তাহলে তো আপনি মিথ্যুক!! কেন বল্লেন নবী এসেছেন??।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!