যেখানেই দেখবেন তাদের "হয়তো উলামাদের সাথে আলোচনায় বসবে নতুবা ফিতনামূলক মাহফিল বন্ধ রাখবে" নীতিটি কাজে লাগান!
ইংরেজ সৃষ্টি এ ভ্রান্ত ফিরকা ইংরেজদের মতই লেজ গুটিয়ে পৃথিবীর মানচিত্রের এক কোণে অবস্থান করতে বাধ্য হবে ইনশাআল্লাহ!
জাযাকুমুল্লাহ মিরসরাইয়ের জাগ্রত উলামায়ে কেরাম!
আপনাদের ঈমানদীপ্ত কর্ম তৎপরতা দেখে মনটা খুশিতে ভরে গেল। আপনাদের মত প্রতিটি এলাকায় যদি উলামায়ে কেরাম সচেতন হয়ে যেতো, তাহলে মসজিদে ঈদগাহে, জানাযার নামাযে ফিতনা বিভক্তি সৃষ্টিকারী দল আরো অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে যেতো।
ইনশাআল্লাহ জেগে উঠছে উলামায়ে কেরামগণ! এ ফিতনার অস্তিত্ব অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ।
প্রয়োজন শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ তোলার-
হয়তো আমাদের সাথে আলোচনায় বস!
নতুবা ফিতনাবাজী ছাড়!
বাহাস মুনাজারা ও বিষয়ভিত্তিক সেমিনার ও ওয়াজ মাহফিলের জন্য যোগাযোগ করুন
বাংলাদেশে প্রচলিত বাতিল ফিরক্বার অপপ্রচার সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিফহাল করতে তথ্য উপাত্ত্ব ও পরামর্শের জন্য যোগাযোগ করুন তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার তথা আহলে হক বাংলা মিডিয়া সার্ভিসের অফিসে।
আমরা আমাদের সাধ্যানুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ।
যেসব বিষয়ের জন্য যোগাযোগ করতে পারেন-
১-রদ্দে ঈসায়িয়্যাত তথা খৃষ্টান মিশনারী বিষয়ে বাহাস মুনাজারা ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য।
২-রদ্দে শিয়াইয়্যাত তথা শিয়া মতবাদ বিষয়ে বাহাস-মুনাজারা ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য।
৩-রদ্দে কাদিয়ানিয়্যাত তথা কাদিয়ানী মতবাদ বিষয়ে বাহাস মুনাজারা ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য।
৪-রদ্দে গায়রে মুকাল্লিদিয়্যাত তথা কথিত আহলে হাদীস ফিরক্বা বিষয়ে বাহাস-মুনাজারা ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য।
৫-রদ্দে শিরক্ ও বিদআত তথা প্রচলিত শিরকী ও বিদআতি মতবাদ বিষয়ে বাহাস-মুনাজারা ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য।
৬-রদ্দে এথিজম তথা নাস্তিকতা বিষয়ে বাহাস-মুনাজারা ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য।
৭-এছাড়া বিষয়ভিত্তিক ধর্মীয় আলোচনা, ওয়াজ মাহফিল, তাফসীর ও প্রয়োজনীয় মাসায়েলের জন্য যোগাযোগ করুন।
যোগাযোগ
পরিচালক- তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার
[একটি আহলে হক মিডিয়া প্রয়াস]
১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।
[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]
আরও জানতে ভিজিট করুন-http://ahlehaqmedia.com/2040
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!