Saturday, May 27, 2017

নাস্তিক শিক্ষক ক্লাসে ঢুকেই প্রশ্ন করল:

নাস্তিক শিক্ষক ক্লাসে ঢুকেই প্রশ্ন করল: আচ্ছা তোমরা তো আল্লাহ তে বিশ্বাস কর তাইনা?
ছাত্রছাত্রী সমস্বরে: হ্যাঁ আমরা বিশ্বাস করি।
শিক্ষক: আল্লাহ তো পৃথিবীর সকল ভালমন্দ সৃষ্টি করেছেন তাইনা?
ছাত্রছাত্রী: হ্যাঁ তিনিই. সৃষ্টি করেছেন।
শিক্ষক : আল্লাহ যদি ভাল হয়ে থাকেন তাহলে মন্দসমূহ সৃষ্টি করলেন কেন?
ছাত্র ছাত্রী: সবাই চুপ। কেউ কোন উত্তর দিলনা।
শিক্ষক: আচ্ছা তোমরা কি কেউ কখনো আল্লাহকে দেখেছ?
ছাত্রছাত্রী: না।
শিক্ষক: বিজ্ঞান বলে যে জিনিস কোন যন্ত্র বা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা যায়না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, তার কোন অস্তিত্ব নেই! সুতরাং আল্লাহর অস্তিত্ব নেই--!!
সৃষ্টিকর্তার ধারণা অলীক কল্পনা মাত্র।
ক্লাসে পিনপতন নিরবতা, কেউ কথা বলছেনা।
একজন ছাত্র উঠে দাড়ালো: স্যার আমি কিছু বলতে চাই।
শিক্ষক: বল
ছাত্র: স্যার পৃথিবীতে ঠান্ডা বলতে কিছু আছে? শিক্ষক: আছে।
ছাত্র: না স্যার, ঠান্ডা বলতে কোন পদার্থ নেই। তাপমাত্রার অনপুস্থিতিকেই ঠান্ডা বলে। ঠান্ডা পরিমাপ করা যায়না। তাপমাত্রা পরিমাপ করা হয়। অর্থাৎ তাপের অনুপস্থিতিকে ঠান্ডা বলে থাকি।
ছাত্র: স্যার অন্ধকার বলতে কিছু আছে?
শিক্ষক: না।
ছাত্র: হ্যাঁ, অন্ধকার বলতে কিছু নেই৷ অন্ধকার পরিমাপ করা যায়না। আলোর অনুপস্থিতিকেই অন্ধকার বলা হয়।
ঠিক তেমনি আল্লাহ মন্দ সৃষ্টি করেননি। ভালোর অনুপস্থিতিকেই মন্দ বলে।
ছাত্র সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করে: আচ্ছা আপনারা কেউ স্যারের মস্তিষ্ক দেখেছেন?
ছাত্রছাত্রী: দেখিনি তবে স্ক্যানারের মাধ্যমে দেখা সম্ভব।
ছাত্র: পৃথিবীর কোন যন্ত্র দিয়ে কি স্যারের জ্ঞান পরিমাপ করা সম্ভব? স্যার যে এত এত ডিগ্রী এতসব জ্ঞান অর্জন করেছেন তা কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব বা পরিমাপ করা যায়?
ছাত্রছাত্রী: না
ছাত্র: তাহলে আমি ঘোষণা দিচ্ছি যেহেতু কোন অত্যাধুনিক যন্ত্র বা মানুষের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা স্যারের জ্ঞান অনুভব বা পরিমাপ করা যায় না সুতরাং স্যারের কোন জ্ঞান নেই। তিনি একটা মূর্খ।
(শেয়ার করুন, যেনো সবাই জানতে পারে)

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!