প্রত্যেক মা এমন হওয়া চাই।
বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে
আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী হুজুর যখন
কারাগারে এবং রিমান্ডে । তখন উনার আম্মা উনাকে
দেখতে গেলেন এবং যাওয়ার পর জিগ্যাসা
করলেন জুনাইদ কেমন আছো? মায়ের কথার
জবাবে বাবুনগরী বললেন আম্মা আমাকে রিমান্ড
দেওয়া হয়েছে । এই কথা বলার সাথে সাথে
আম্মা বললেন এমন কথা শুনার জন্য আমি আসিনি ।
এসেছি আমার ছেলের ঈমান দেখার জন্য । তুমি
দুঃখ করছো কেনো তোমার উপর তো
বেলালের মতো অত্যাচার করা হয়নি । খুবাইবের
মতো নির্যাতন করা হয়নি । তাদের উপর এমন
অত্যাচার হওয়া সত্যেও তারা দ্বীনের উপর অটল
রয়েছে আর তুমি এটুকুই ধর্যহারা হয়ে যাচ্ছো।
ঈমানের উপর অটল থেকো যত বাধাই আসেনা
কেনো মোকাবেলা করে যাও। আল্লাহ
তোমার সাথে আছেন।
এমন মা প্রত্যেক সন্তানের জিবনে হওয়া দরকার ।
কি বলেন? কপি করা হয়েছে।
Saturday, May 27, 2017
সম্পর্কিত আরও পড়ুন
এই মহান ব্যক্তি টি হচ্ছে পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতাকুতুবুল আলম রশীদ
সৌদি আরবে বাংলাদেশি ৪ শীর্ষ আলেমের প্রামান্য চিত্র তৈরিসৌদি আরবের কিংসাউদ ইউনিভার্সিটির সাংস্কৃতিক মেলায় এবার স্থান পেয়েছে বাংলাদেশি ৪ শীর্ষ আলেমের প্রামা
আল্লামা নূর হোছাইন কাসেমী হাফিঃ এর রমজান। জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামীম ও শায়খুল হাদীস আকাবের ও আসলাফের জীবন্ত প্রতিচ্ছবি আল্লামা কাসেমী
"হজ্জের সফরের সময়ে, তিন প্রান্তের তিন ব্যাক্তিত্ব"১) ডানকোনে মরহুম
"আল্লামা শাহ আহমদ শফী"এই নামের মধ্যে প্রত্যেকটি অক্ষরের ব্যাখ্যাআ :- আলেমকূলের শির
সংক্ষিপ্ত পরিচিতি...... আল্লামা শাহ আহমদ শফী দাঃবাঃ আল্লামা শাহ আহমদ
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!