প্রত্যেক মা এমন হওয়া চাই।
বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে
আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী হুজুর যখন
কারাগারে এবং রিমান্ডে । তখন উনার আম্মা উনাকে
দেখতে গেলেন এবং যাওয়ার পর জিগ্যাসা
করলেন জুনাইদ কেমন আছো? মায়ের কথার
জবাবে বাবুনগরী বললেন আম্মা আমাকে রিমান্ড
দেওয়া হয়েছে । এই কথা বলার সাথে সাথে
আম্মা বললেন এমন কথা শুনার জন্য আমি আসিনি ।
এসেছি আমার ছেলের ঈমান দেখার জন্য । তুমি
দুঃখ করছো কেনো তোমার উপর তো
বেলালের মতো অত্যাচার করা হয়নি । খুবাইবের
মতো নির্যাতন করা হয়নি । তাদের উপর এমন
অত্যাচার হওয়া সত্যেও তারা দ্বীনের উপর অটল
রয়েছে আর তুমি এটুকুই ধর্যহারা হয়ে যাচ্ছো।
ঈমানের উপর অটল থেকো যত বাধাই আসেনা
কেনো মোকাবেলা করে যাও। আল্লাহ
তোমার সাথে আছেন।
এমন মা প্রত্যেক সন্তানের জিবনে হওয়া দরকার ।
কি বলেন? কপি করা হয়েছে।
Saturday, May 27, 2017
সম্পর্কিত আরও পড়ুন
"আল্লামা শাহ আহমদ শফী"এই নামের মধ্যে প্রত্যেকটি অক্ষরের ব্যাখ্যাআ :- আলেমকূলের শির
সত্তরের দশকে বিশ্ব কাঁপানো পপ তারকা। তার সুর আর গানে মেতে ছিল পৃথিবী।ক্যাট স্টিভেন্স
মুফতী ফজলুল হক আমিনী রাহ. এর জীবনতিনি হঠাৎ করে চলú
হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াছ (র.) এর শৈশবকালঃহযরত মাওলানা মুহ
মাত্র ৩০ দিনে হাফেজ হন আল্লামা আতহার আলী রহ. আল্লামা আতহার আল
বর্তমানে বাতিলের আতংক হলেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী সাহেব।কুরআন হাদিসের বি
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!