আজ কাল আমাদের সমাজের কিছু তথাকথিত আহলে হাদিস ভাই বোন ভক্ত বলেন আমাদের শায়েখ মদিনা ভার্সিটিতে পড়েছেন।কই সৌদিতে তো এইটা নাই সেইটা নাই।নামের আগে ও পরে শায়েখ ও মাদানী যোগ করলেই কি ইলেমর সাগর হওয়া যায় জানা ছিলো না।তাদের আমি সম্মান করি।তারা আলেম।এখন দেখি তো মদিনায় না পড়ে কি বড় আলেম হওয়া যায় না????
বাংলাদেশের বিখ্যাত শায়েখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রাহঃ।দেওবন্দের ছাত্র।যার জন্য মক্কা মদিনার প্রধান দরজা সবসময় খোলা থাকতো।
শায়েখুল হাদিস যাকারিয়া রাহঃ।দেওবন্দের ছাত্র।
মদিনা ভার্সিটির উস্তাত/ শিক্ষক। যার কবর জান্নাতুল বাকীতে।
আল্লামা শফি সাহেব দাঃবাঃ দেওবন্দের ছাত্র।
মুফতি আমেনী রাহঃ দেওবন্দের ছাত্র।
এছাড়াও মসজিদে নববীতে ইমাম /খতিব এর দায়িন্ত পালন করেছেন দেওবন্দের ছাত্র।
মক্কার ইমামদের মহল্লার মসজিদের ইমাম, সিলেট শাহজালাল রহ. এর মাদ্রাসার ছাত্র।
মক্কার প্রধান ইমাম আব্দুর রহমান আস সুদাইসির নামে সৌদি সরকার জেদ্দায় একটা মসজিদ তৈরি করেছে,,যার নাম " আল-মাসজিদুল জামি-উ শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি" এই মসজিদের ইমাম হাটারাজি মাদ্রাসার ছাত্র।
ইলেম অর্জন করতে নিজের যোগ্যতা লাগে।প্রতিষ্টান কিছুটা কাজে দিলেও মূল কাজটা নিজেরি করতে হয়।ঢাকা মেডিকেল কলেজ এ কেউ ভর্তি হয়ে যদি ঠিকমতো না পড়েন তাহলে কি কেউ যোগ্য ডাক্তার হতে পারবে?? উত্তরটা হবে নিশ্চয় পারবে না।আমাদের তথাকথিত আহলে হাদিস ভাই বোন ভক্তদের কাছে জানতে চাই তা হলোঃ_______
মাযহাব মানা যদি শির্ক বিদাত হয়,তাহলে সৌদি আরবের মানুষ হাম্বলী ও শাফী মাযহাব মানে কেনো??
মাযহাব মানা যদি শির্ক তা হলে মক্কা শরীফের ইমাম হাম্বলী মাযহাবের কেনো??তাহলে কি মক্কার ইমামগন শির্ক করছেন। মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস কেন বাংলাদেশী হানাফি মাযহাবের ইমামের পিচনে নামাজ পড়েন? তাহলে কি তিনিও শির্ক বিদআত করতেছেন?
মসজিদে নববীর ইমামগন কেউ হানাফি কেউ হাম্বলী মাযহাব মানেন তাহলে কি তারা শির্ক করে??
মদিনা ভার্সিটিতে কবে মাযহাব মানা শির্ক ফতোয়া দিয়েছেন জানাবেন।
যদি উত্তর দিতে না পারেন তাহলে ধরে নিতেই হবে আপনারা ভন্ড প্রতারক।
বাংলাদেশের বিখ্যাত শায়েখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রাহঃ।দেওবন্দের ছাত্র।যার জন্য মক্কা মদিনার প্রধান দরজা সবসময় খোলা থাকতো।
শায়েখুল হাদিস যাকারিয়া রাহঃ।দেওবন্দের ছাত্র।
মদিনা ভার্সিটির উস্তাত/ শিক্ষক। যার কবর জান্নাতুল বাকীতে।
আল্লামা শফি সাহেব দাঃবাঃ দেওবন্দের ছাত্র।
মুফতি আমেনী রাহঃ দেওবন্দের ছাত্র।
এছাড়াও মসজিদে নববীতে ইমাম /খতিব এর দায়িন্ত পালন করেছেন দেওবন্দের ছাত্র।
মক্কার ইমামদের মহল্লার মসজিদের ইমাম, সিলেট শাহজালাল রহ. এর মাদ্রাসার ছাত্র।
মক্কার প্রধান ইমাম আব্দুর রহমান আস সুদাইসির নামে সৌদি সরকার জেদ্দায় একটা মসজিদ তৈরি করেছে,,যার নাম " আল-মাসজিদুল জামি-উ শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি" এই মসজিদের ইমাম হাটারাজি মাদ্রাসার ছাত্র।
ইলেম অর্জন করতে নিজের যোগ্যতা লাগে।প্রতিষ্টান কিছুটা কাজে দিলেও মূল কাজটা নিজেরি করতে হয়।ঢাকা মেডিকেল কলেজ এ কেউ ভর্তি হয়ে যদি ঠিকমতো না পড়েন তাহলে কি কেউ যোগ্য ডাক্তার হতে পারবে?? উত্তরটা হবে নিশ্চয় পারবে না।আমাদের তথাকথিত আহলে হাদিস ভাই বোন ভক্তদের কাছে জানতে চাই তা হলোঃ_______
মাযহাব মানা যদি শির্ক বিদাত হয়,তাহলে সৌদি আরবের মানুষ হাম্বলী ও শাফী মাযহাব মানে কেনো??
মাযহাব মানা যদি শির্ক তা হলে মক্কা শরীফের ইমাম হাম্বলী মাযহাবের কেনো??তাহলে কি মক্কার ইমামগন শির্ক করছেন। মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস কেন বাংলাদেশী হানাফি মাযহাবের ইমামের পিচনে নামাজ পড়েন? তাহলে কি তিনিও শির্ক বিদআত করতেছেন?
মসজিদে নববীর ইমামগন কেউ হানাফি কেউ হাম্বলী মাযহাব মানেন তাহলে কি তারা শির্ক করে??
মদিনা ভার্সিটিতে কবে মাযহাব মানা শির্ক ফতোয়া দিয়েছেন জানাবেন।
যদি উত্তর দিতে না পারেন তাহলে ধরে নিতেই হবে আপনারা ভন্ড প্রতারক।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!