যুবকঃ হুজুর আমি সুন্দরী মেয়ে
দেখলে শুধু চেয়ে থাকি কিছুতেই
চোখ ফেরাতে পারিনা,
কি করবো হুজুর???
.
হুজুরঃ তাহলে এক গ্লাস পানি ভরে
নিয়ে আস, এমন
ভাবে আনবে যাতে পড়া পড়া
অবস্থা, তেও
কিন্তু পড়ে না যেন।
.
যুবকঃ আনছি হূজুর।
.
হূজুরঃ এক গ্লাস পানি, নিয়ে এক
কিলো: যাবে এবং
ফিরে
আসবে তোমার সাথে লাঠি সহ
একটি লোক থাকবে,
যদি এক ফোটা পানি
পড়ে তাহলে তোমাকে শাস্তি
দেওয়া হবে।
.
যুবকঃ ঠিক আছে। ছেলেটি শুধু
গ্লাসের দিকে
তাকিয়ে গেছে
আবার ফিরে এসেছে, কোন দিক
তাকায় নাই, এক
ফোঁটা
পানিও পড়ে নাই।।।
.
হুজুরঃ এই রাস্তায় কয়টি মেয়ে
দেখছ?
.
যুবকঃ একটি মেয়েও দেখি নাই।
.
হুজুরঃ কেন দেখ নাই?
.
যুবকঃ কারণ এক ফোটা পানি,
পড়লে
আমার শাস্তি হবে এই ভয়ে।
.
হুজুরঃ ঠিক,,, আল্লাহ্'কে এভাবে
ভয় করতে হবে, তাহলেই তুমি
তোমার চোখকে
হেফাজত করতে পারবে!
.
আল্লাহ তায়ালা আমাদের সকলের
চোখকে হেফাজত রাখার তাওফিক
দান করুন।(আমিন।)
Tuesday, May 30, 2017
সম্পর্কিত আরও পড়ুন
টাংগাইল আমাদের গর্ব১.প্রথমেই আসি, বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড়সেতু,বিশ্বের ১৩ তম দীর্ঘ যমুনা সেতুর কথা যা
“ইসলাম শান্তির ধর্ম”: কেন ও কীভাবে‘ইসলাম শান্তির ধ
নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষনারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো। হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।&nb
হতাশ হবেননা,আল্লাহ সবকিছু জানেন! Don't Be Sad,Allah Knows Everythingএই পৃথীবিতে কখনও
মেয়েকে লেখা খতিব উবায়দুল হক রহ- এর চিঠিখতিব উবায়দুল হক রহ.- এর বড় মেয়ে রায়হানা হক সিলেটে তার দাদীর কাছে থাকতেন। যখন তার বিয়ের কথাবার্তা চল
আমি এতটাই মন্দ ছিলাম যে, মুসলমানদের দেখলেই রাগ উঠতো।মসজিদে নোয়াখালী
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!