মেসওয়াক পরিষ্কার এবং আঙুলের মত মোটা হওয়া চাই।
মেসওয়াক করাও সুন্নত মোতাবেক হওয়া চাই।
ব্রাশ করা নিষেধ নয়।
মেসওয়াকের দ্বারা আল্লাহর নৈকট্য বৃদ্ধি পায়। এ কারণে যতবার হযরত জিব্রাঈল (আ.) আসতেন প্রত্যেকবার নবীজীকে মেসওয়াক করার প্রতি গুরুত্বারোপ করতেন।
ইসলাম সবচেয়ে উন্নত জীবন শিক্ষা দেয়।
পার্থিব শিক্ষাকে ইসলাম বাঁধা দেয় না। বরং যেখানে এর দ্বারা ক্ষতি হয় সেখানে ব্রেক দেয়।
এলেম সেটাই যেটার দ্বারা আল্লাহর মহব্বত পয়দা হয়।
মুমিনের জীবনে পয়গাম্বর আলাইহিস সালামের প্রতিচ্ছবিই ইসলাম।
মুমিনের জীবনের সুন্নতের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরানী জীবনের ফিল্ম হামেশা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের জীবনের ফিল্ম সব সুন্নতের মধ্যে অটোমেটিক চলতে থাকে।
জীবন মজাদার হয় যদি রবওয়ালা হয়।
তাকওয়া হল দ্বীনের করণীয় কাজ সব করা এবং বর্জনীয় বিষয়গুলো থেকে একদম বিরত থাকা।
তওবার পানি অনে.......... ক দামি, যা পূর্ণ যিন্দেগীকে ধুয়ে দেয়।
যাদের জীবন সুন্নত -শরীয়ত মোতাবেক এমন আল্লাহ্ওয়ালাদের লেখা কিতাব ও তাদের বয়ানকে জীবনের অবলম্বন বানানো উচিত।
আল্লাহ সকলেই আমল করার তৌফিক দান
করুন। #আমিন
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!