এমন একটা অভিযোগ প্রায়শঃই আমরা শুনে থাকি। আসুন দেখি বর্তমানে মোটামুটি প্রাপ্ত হাদীসগ্রন্থ সমূহে সংকলিত হাদীস সংখ্যা কত আছে। আমার দেয়া তথ্য মোতাবেক হাদীস সংখ্যাও কমে বেশি হতে পারে তেমনি অজানা আরো গ্রন্থ থাকতে পারে।
সহিহ বোখারী: হাদীস সংখ্যা ৭০৫৩ টি
সহিহ মুসলিম: হাদীস সংখ্যা ৭২৮৩ টি
সুনানে আবু দাউদ: হাদীস সংখ্যা ৫১৮৫ টি
সুনানে তিরমিজী: হাদীস সংখ্যা ৩৬০৬ টি
সুনানে নাসাঈ: হাদীস সংখ্যা ২৪০৩ টি
সুনানে ইবনে মাজাহ: হাদীস সংখ্যা ৪৩৪১ টি
রিয়াযুস সালেহীন: হাদীস সংখ্যা ১৯০৬ টি
সুনানে আদ-দারেমী: হাদীস সংখ্যা ৭৯ টি
মুসনাদে আহমদ: হাদীস সংখ্যা ১৭২৮ টি
সহিহ মুসলিম: হাদীস সংখ্যা ৭২৮৩ টি
সুনানে আবু দাউদ: হাদীস সংখ্যা ৫১৮৫ টি
সুনানে তিরমিজী: হাদীস সংখ্যা ৩৬০৬ টি
সুনানে নাসাঈ: হাদীস সংখ্যা ২৪০৩ টি
সুনানে ইবনে মাজাহ: হাদীস সংখ্যা ৪৩৪১ টি
রিয়াযুস সালেহীন: হাদীস সংখ্যা ১৯০৬ টি
সুনানে আদ-দারেমী: হাদীস সংখ্যা ৭৯ টি
মুসনাদে আহমদ: হাদীস সংখ্যা ১৭২৮ টি
এই রকমভাবে আরো যতগুলো হাদীসগ্রন্থ রয়েছে সব মিলিয়ে আনুমানিকভাবে ধরে নিলাম ১ লক্ষ হাদীস বর্তমানে আমাদের যুগের আলেমগণের কাছে খুজলে পাওয়া যাবে।
আমরা সবাই জানি যে এক ইমাম বোখারী (রহঃ)-এর ইমাম বুখারীর প্রায় ৬ লাখ হাদীস মুখস্থ ছিল। উনি উনার কিতাবের আকার বড় হয়ে যাবে বলে প্রয়োজনীয় জরুরী হাদীসগুলোই সহিহ বোখারীতে অন্তর্ভুক্ত করেছেন। এখন বলুন এভাবে ইমাম মুসলিম (রহঃ) থেকে শুরু করে পিছনের দিকে দেখলে দেখা যায় এই দুই মনীষী যিনিদের থেকে হাদীস সমূহ সংগ্রহ করেছেন তাদের কাছেও বহু হাদীস জানা ছিল। আবার ইমাম আবু দাউদ (রহঃ), ইমাম তিরমিজী (রহঃ)-এর কাছেও এমন আরো আরো হাদীস সংকলিত যা উনারা উনাদের কিতাবে সংকলিত করেননি।
তাহলে বাকি হাদীসগুলো গেল কই। উনারা যিনিদের থেকে হাদীসগুলো সংগ্রহ করেছেন এভাবে গেলে ফিকহের ৪ ইমাম পর্যন্ত গেলে দেখা যাবে ৪ ইমামের ছাত্রের ছাত্র থেকে ইমাম বোখারী (রহঃ), ইমাম মুসলিম (রহঃ) হাদীস সমূহ সংগ্রহ করেছেন। তার মানে এ দাড়াল যে ফিকহের ৪ ইমাম (রহঃ) কম হাদীস জানতেন বা উনাদের সংগ্রহে কম হাদীস ছিল?????
আরেকটা বিষয় হলো আমরা তবে বোখারী (রহঃ)-এর বাকি ৫ লক্ষের অধিক হাদীস কই হারাইলাম?
এত গলাবাজি করি ফিকহের ৪ ইমাম সব হাদীস পান নাই।
তো আমরা কি সব হাদীস পাইছি নাকি???? সব হাদীস যদি পাইতাম তবে আমাদের সংগ্রহ হতো কমপক্ষে কয়েক লক্ষ, তা তো নাই বলেই জানি।
তো আমরা কি সব হাদীস পাইছি নাকি???? সব হাদীস যদি পাইতাম তবে আমাদের সংগ্রহ হতো কমপক্ষে কয়েক লক্ষ, তা তো নাই বলেই জানি।
তো আমরা যেখানে এত পরের মানুষ হয়ে পাইলাম না তবু অপবাদ মিথ্যা আরোপ করছি উনাদের নামে উনাদের ফিকহকে অবজ্ঞা করছি বলদের মতো সেটা কি ঠিক কাজ করছি?
অতএব ভন্ডদের শিখানো বুলি আওড়ানোর আগে ভাবা উচিত যে কি বলছি আমি।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!