Saturday, June 24, 2017

একজন মাযহাবী আলেম ও একজন আহলে হাদিছের শায়েখের মাঝে মুক্তাদিদের সুরা ফাতেহা পড়া নিয়া তর্ক

একজন মাযহাবী আলেম ও একজন আহলে হাদিছের শায়েখের মাঝে মুক্তাদিদের সুরা ফাতেহা পড়া নিয়া তর্ক করতে করতে মাগরিবের নামাজের আজান হয়ে গেল।এবার দুজনেই তারাতারি নামাজের জন্য মসজিদে যাইয়া দেখে ইমাম সাহেব প্রথম রাকাতের রুকুতে চলে গেল।তারা দুজনেই নিয়ত করে রুকুতে শামিল হয়ে গেল। ইমাম সাহেবের ছালাম ফিরানোর সাথে সাথে তারা দুজনেও ছালাম ফিরাল।
এবার মাযহাবী আলেম লা মাযহাবী শায়েখকে বললেন,, আপনার নামাজ হয় নাই।পূনরায় পড়ে নিন।কারন আপনি এতক্ষন আমার সাথে তর্কই করেছেন যে,, মুক্তাদিকে অবশ্যই সুরা ফাতেহা পড়তে হবে,, না পড়লে নামাজ হবে না।আর আপনি প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়েন নাই। কাজেই আপনার নামাজ হয় নাই। আর যদি আপনার নামাজ হয়ে থাকে তাহলে তাহলে আজ থেকে আর এ ধরনের ফতুয়া দিতে পারবেন না। এবার শায়েখ বেচারা লা জওয়াব হয়ে গেল।
এই হল আমাদের দেশের আহলে হাদিছদের অবস্থা।
একবার ইমাম আবু হানিফা কাবার তাওয়াফ রত অবস্থায় এক দল লোক তাকে জিজ্ঞাসা করল যে, আপনি নাকি বলেন, মুক্তাদিদেরকে সুরা ফাতেহা পড়তে হবে না ?
জি হ্যা বলেছি।
তাহলে এর কারন বর্ননা না করে তাওয়াফ করতে পারবেন না।
ইমাম সাহেব বললেন, তাহলে তাওয়াফ রত অবস্থায়ই আলোচনা চলুক।তবে আপনারা সংখায় অনেকজন আর আমি হলাম একা।আমি একা যদি সবার সাথে কথা বলি তাহলে বিশৃংখলার সম্ভাবনা রয়েছে। কাজেই আপনাদের তরফ থেকে একজন নেতা নির্বাচন করুন।এবং নেতার জয়ই আপনাদের সকলের বিজয় ও নেতার পরাজয়ই সকলের পরাজয়।
তাহারা এই প্রস্তাবে রাজি হয়ে গেল।এবার ইমাম সাহেব বললেন, আমার বাহাস শেষ। যেখানে বাহাসের মত একটা গুরুত্বপূর্ন বিষয়ে একজন নেতার জয় পরাজয়কে সকলের জয় পরাজয় হিসাবে মেনে নিতে পারলেন তাহলে আমরা কেন নামাজের সময় ইমামের সুরা ফাতেহা পড়াকে সকলের পড়া হিসাবে মানতে পারব না ?
তাহারা লা জওয়াব হয়ে হয়ে গেল।
আল্লাহপাকই সঠিক বুঝ দেবার মালিক।


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!