Monday, July 10, 2017

ইমাম বোখারী (রহঃ) কে অমুসলিম আখ্যায়িত করা

জামানার কুক্ষাত কথিত শায়খ নাসীরুদ্দিন আলবানী  ইমাম বোখারী (রহঃ) কে অমুসলিম আখ্যায়িত করেছেন। ইমাম বোখারী (রহঃ) বোখারী শরীফের “কিতাবুত তাফসীর” এ সূরা কাসাস এর ৮৮ নং আয়াতের যে ব্যাখ্যা করেছেন, সে সম্পর্কে নাসীরুদ্দিন আলবানী (রহঃ) লিখেছেন,
ان هذا التأويل لا يقول به مؤمن مسلم وقال إن هذه التأويل هو عين التعطيل.

“এ ধরণের ব্যাখ্যা কোন মুমিন-মুসলমান দিতে পারে না। তিনি বলেন, এ ধরণের ব্যাখ্যা মূলতঃ কুফরী মতবাদ “তা’তীলের” অন্তর্ভূক্ত”

ইমাম বোখারী (রহঃ) সূরা কাসাসের ৮৮ নং আয়াতের ব্যাখ্যায় লিখেছেন,
كُلُّ شَىْءٍ هَالِكٌ إِلاَّ وَجْهَهُ  إلا ملكه, ويقال: إلا ما أُريد به وجه الله

“আল্লাহর সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে”
এখানে তিনি “ওয়াজ্হুন” শব্দের ব্যাখ্যা করেছেন “মুলকুন” তথা আল্লাহর রাজত্ব। তখন অর্থ হবে, সবকিছু ধ্বংস হবে, তাঁর রাজত্ব ব্যতীত। অথবা “ওয়াজহুন” দ্বারা যা উদ্দেশ্য হবে, তা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে।
[ফাতাওয়াশ শায়েখ আলবানী, পৃষ্ঠা-৫২৩, মাকতাবাতুত তুরাছিল ইসলামী, প্রথম প্রকাশ ১৯৯৪ইং]

আলবানী সাহেবের বিতর্কিত কর্মপদ্ধতি ও গর্হিত আচার আচরণের কারণে সিরিয়ার মুসলিম জনতার আন্দোলনের মুখে সিরিয়া থেকে বহিষ্কৃত হন। এরপর তিনি সৌদি আরবে চলে যান এবং সেখানেও এই একই কারণে আলেম-ওলামা ও জনগণের রোষানলে পড়েন। তাদের আন্দোলনের মুখে সৌদি আরব থেকেও তিনি বিতাড়িত হন। ১৯৯১ ইং সালে সরকারি নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সৌদি আরবের মাটি ছাড়তে হয়। এরপর তিনি জর্ডানে আশ্রয় নেন এবং জর্ডানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

জর্ডানের সচেতন আলেমগণও তাঁর ভ্রান্ত কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন। (আল ইত্তিজাহাতুল হাদীসিয়্যাহ, মুহাম্মদ ইবনে সাঈদ মুহাম্মদ)

আলবানী সাহেবের ভ্রান্তিসমূহের খ-নে নির্ভরযোগ্য আলেমগণের কিছু কিতাব :

এই সংক্ষিপ্ত প্রবন্ধে আলবানী সাহেবের সব ভুলভ্রান্তি তুলে ধরা সম্ভব নয়। কারণ, তাঁর পরিমাণ এত বেশি যে এগুলোর সংকলনে বিজ্ঞ আলেমগণ হাজার হাজার পৃষ্ঠার স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে নিম্নোক্ত কিতাবগুলো পড়া যেতে পারে।


الابانى شذوذه وأخطائ

মুহাদ্দিস হাবীবুর রহমান আযমী।


تصحيح صلاة التراويح عشرين ركعة والرد على الألبانى فى تضعيفه

শায়খ ইসমাঈল আনসারী (রহ.) সাবেক গবেষক, দারুল ইফতা, সৌদি আরব।


إباحة التحلى بالذهب المعلق للنساء والرد فى تحريمه على الألبانى

শায়খ ইসমাঈল আনসারী (রহ.)


الصارم المشهور على أهل التبرج والسفور وفيه الرد على كتاب الحجاب للألبانى

শায়খ হামুদ তুযাইজারী, সৌদি আরব।


النقد البناء لحديث أسماء فى كشف الوجه والكفين للنساء

আবু মুয়াজ তারিক বিন আউযুল্লাহ, বিশেষ ছাত্র, শায়খ আলবানী।


ويلك آمن

আহমাদ আব্দুল গফুর


وصول التهانى بإثبات سنية السبعة والرد على الأبانى

মাহমুদ সাঈদ মামদূহ, মিসর।


تنبيه المسلم إلى تعدى الأبانى على صحيح مسلم

মাহমুদ সাঈদ মামদূহ, মিসর।


التعريف بأوهام من قسم السنن إلى صحيح وضعيف

মাহমুদ সাঈদ মামদূহ, মিসর।

১০
القول المقنع فى الرد على الأبانى المبتدع

শায়খ আব্দুল্লাহ ইবনে সিদ্দীক আল গুমারী (রহ.)


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!