জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন জোট গঠন করছে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা নিবন্ধিত চারটি ইসলামী দল। এই জোটের নেতৃত্বে থাকবেন শীর্ষ ইসলামী নেতারা।
তবে হেফাজতে ইসলামের এ জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। চার ইসলামী দল হচ্ছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুফতি আমিনী প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট, শায়খুল হাদিস আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস ও মাওলানা শাহ আতাউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন। জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সচিব ও হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা মুফতী সাখাওয়াত হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা তো শুরু থেকেই হেফাজতের আন্দোলন করছি, তাই আমরা যখন কোনো রাজনৈতিক জোটের হয়ে কাজ করব তার প্রভাব অবশ্যই পড়বে। হেফাজতকে যারা সমর্থন করে তাদের আশা হেফাজত যা পারেনি তা হয়তো এ জোট করবে। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা অবশ্যই হেফাজত-অনুরাগীদের একটা সমর্থন পাব। ’ তিনি বলেন, ‘হেফাজত অরাজনৈতিক সংগঠন হওয়ায় কোনো জোটে যাওয়ার প্রশ্নই ওঠে না। ’ জানা যায়, একাদশ সংসদ নির্বাচনে ৩০-৩৫টি আসনে বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতারা নতুন জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগ ও বিএনপি জোটের পক্ষ থেকে বিভিন্ন সময় তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এসব জোটে গেলে সম্মানজনকসংখ্যক আসন ছেড়ে দেওয়ারও আশ্বাস মিলছে। উদ্ভূত পরিস্থিতিতে জোট ও ভোট নিয়ে নানা হিসাব কষছে দলগুলো। ভোটের মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে পৃথক একটি নির্বাচনী জোট গঠনেরও চেষ্টা চালাচ্ছে এসব দল। এমনকি অন্য জোটের শরিক ও বাইরে থাকা ইসলামী দলগুলোকেও সম্ভাব্য জোটে ভেড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন,
‘আমরা একটি ইসলামী রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছি। ’ জোটে হেফাজতে ইসলাম থাকবে কিনা জানতে চাইলে বলেন, ‘হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন, তাই আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক জোটে যোগ দেওয়ার সুযোগ তাদের নেই। তবে হেফাজতের শীর্ষ নেতারা এ জোটে থাকবেন তাই এর প্রভাব অবশ্যই পড়বে। ’ জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘জোটের বাইরে থাকা ইসলামী দলগুলো ছাড়াও অনিবন্ধিত দল ও সংগঠনগুলো নিয়ে আমরা একটি জোট গঠনের চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের অনানুষ্ঠানিক কয়েকটি বৈঠকও হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে। ’ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করতে চাই। এতে যারা রাজি হবে, তাদের সঙ্গে জোট হতে পারে। পৃথক একটি ইসলামী জোট করার চিন্তা আমাদেরও আছে। ’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল জানান, জোটগত নির্বাচন না হলে এককভাবে তারা শতাধিক আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী জানান, ইসলামী ঐক্যজোটের উদ্যোগে একটি ইসলামী জোট গঠনের চেষ্টা চলছে।(আল্লাহ্ সকলের এই চেষ্টাকে কবুল করুক আমিন)
Monday, July 10, 2017
সম্পর্কিত আরও পড়ুন
করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য স্বপ্নযোগে রাসূল সা. তিনটি আমল শিখিয়ে দিয়েছেন।শায়খুল ইসলাম আল্লামা মুফতি তাকী উসমানী হাফিযাহুল্লাহ্ এক ভিডিও বার্তায় বলেন,“তাবলীগ জামাতের সাথে সম
একাকী ইবাদতে শবে বরাত পালন করুন | শাহ্ আহমদ শফীআগামীকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে শবে বরাত। হাদীস শরীফে যা 'লাইলাতুন নিসফি মিন শাবান'
বাংলাদেশে মোদীর পথ আটকানো হলে কড়া হাতে প্রতিহত করা হবেআগামী ১৬ মার্চ বাংলাদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর এই সফরের আগেই হেফাজতে ইসলাম
শুরায়ী নেজামের অধীনে, (উলামায়ে কেরামের নেতৃত্বে) সামনে আসছে দুইটি ইজতেমাদুইটি ইজতেমা:-(১)বিশ্ব ইজতেমা (২)বাংলাদেশের ইজতেমাবিশ্ব ইজতেমা বলা হয়: যেখানে বিশ্বের (৬)
ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক সবথেকে বেশি বন্ধুত্বের..★বাহির থেকে বাসায় ফিরে স্ত্রীকে সালাম ও কিছু হাদিয়া দেয়া সুন্নাত।★স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দ
ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের কাফন দাফনের জন্য প্রস্তুত একদল কওমি আলেম।বিশিষ্ট আলেম সমাজসেবক মাওলানা গাজী ইয়াকুব (Gazi Yakub) সাহেবের নেতৃত্বে এই টিম প্রস্তুতি নিয়েছেন।মা
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!