রাত তখন চারটা আমার একটি ফুটফুটি সন্তান দুনিয়ার মুখ দেখল,
এখন আযান দিতে হবে,
আমি আজান জানিনা দৌড়ে চলে গেলাম হুজুরের কাছে,
হুজুর এলো কনকনে শীতে আযান দিলো
- তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
চার বছর চার মাস হলো শিশুকে মক্তবে পাঠালাম হুজুর দোয়া দরূদ দিয়ে জীবনের প্রথম অরিন্টেসনটা করালেন
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
ছয় বছর থেকে কোরআন পড়া শিখালেন
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
নামাজ শিখালেন আদব কায়দা শিখালেন
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
দিনে পাচবার হুজুরের পিছনে নামাজ পড়ি
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
জুমার নামাজ, তারাবির নামাজ, ঈদের নামাজ, হুজুরের পেঁছনে পড়ি
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
আমিতো অনেক লাট বাহাদুর তাই একটু হজ্জ্ব করবো নিয়ম কিছু জানিনা হুজুরের কাছে গেলাম,
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
চাকরি হওয়ার জন্য পুলিশ, উকিল, বেরিস্টার আমি বড় হতে চাই দামি গাড়ী কিনতে চাই একটু আরাম আয়েশ করতে চায় তাই হুজুকে দিয়ে একশ টাকার একটি দাওয়াত পড়ালাম
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
বিয়ে করবো উখানে তো ড্যান্স বন্দুরা বিয়ে পড়াতে জানেনা তাই ঐ হুজুরকে দিয়ে বিয়ে পড়ালাম
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
বৃদ্ধা হয়ে গেলাম হাটতে পারিনা চলতে পারিনা রোগে ধরে গেছে এসব থেকে বাচার জন্য হুজুর থেকে দোয়া নিলাম,
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
মরতে তো হবে তো মারা গেলেন কেও গোসলের নিয়ম জানেনা হুজুর তাও শিখিয়ে দিলেন
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
দুনিয়াতে তো অনেক পাপ করলেন একটু আজাব কমানোর জন্য হুজুর পাশে বসে কোরআন তিলোয়াত করলেন
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
জানাযাটাও কেও পড়াতে জানেনা চিন্তা কিসের!
হুজুর আছেনতো!
হুজুর জানাজা টাও পড়ালেন
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
কবরের চার পাশে দোয়া দোয়া পড়লেন,মোনাজাত করে শেষ বিদায় দিলেন সেই হুজুর
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
শেষ পর্যন্ত কবর দিয়ে একা কবরে রেখে সবাই চলে গেলেন।
কিন্তু ঐ অবাগি হুজুর কবরের পাশে দাড়ীয়ে রয়লেন।
ঐ মৃতু ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।
_ তবু হুজুরকে দেখলে ঘৃণা করি
শেষ কথা মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন হুজুরের ঋণ কেউ পরিশোধ করতে পারবেনা।
কোরআন হাদীসের বানী অনুযায়ী সমাজের, ইসলামের, রাস্ট্রের যদি কেউ নেতা থাকে তিনি হলেন একজন ধর্মীয় আলেম যদিও বাস্তব তা নাস্তিকের দলেরা মানতে পারছে না।
আলেমরা হলেন নবী গনের উত্তরাধিকারী।
ধর্মীয় আলেমদের সম্মান করুন, ভালবাসুন। আপনি যদি এসব না পারেন তাহলে অন্তত তাদের বিরোদ্ধে অপপ্রচার করবেন না।
আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনদের বুঝার তৌফিক দান করুক।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!