ভারতের দারুল উলুম দেওবন্দে মুহতামিমের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে মারকায নিযামুদ্দীনে চলমান দুই পক্ষের সংকটের কথা বিবেচনা করে দেওবন্দের ভেতর তাবলিগ জামাতের সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংকট নিরসনের আগে দারুল উলুমের শিক্ষার্থী তাবলিগ জামাতের কাজ থেকে বিরত থাকতে কড়া নির্দেশনাও জারি করেছে প্রতিষ্ঠানটি। তবে দেওবন্দের মসজিদে ছাত্তায় যদি কোনো জামাত আসে তাতে কোনো বাধা দেয়া হবে না৷
এ নির্দেশের কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে নিজামুদ্দীন মারকাযে ‘আমির’ ও ‘শুরা পদ্ধতি’ নিয়ে বিবাদ চরমে পৌঁছেছে৷ তার প্রভাব বিভিন্ন মাদরাসার ছাত্রদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে৷ দেওবন্দেও এ নিয়ে ছাত্রদের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে৷ আর এটা ধীরে ধীরে ভয়াবহ রূপ ধারণ করছে৷ যা দারুল উলুমের জন্য খুবই ক্ষতিকর বিষয়ে পরিণত হবে৷ যতোদিন পর্যন্ত মারকাযের চলমান বিবাদ না মিটবে ততোদিন দেওবন্দে তাবলিগের কাজ বন্ধ থাকবে৷
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মুম্বাইয়ের একজন যিম্মাদার মুফতি সাইদ আহমদ পালনপুরীর কাছে ফোন করলে তিনি বলেন, বর্তমান সময়ের নাযুকতার প্রতি লক্ষ্য রেখেই দেওবন্দ ওই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ যতোদিন তারা (মারকাযের যিম্মাদারগণ) সংকট সমাধান না করবে ততোদিন এ সিদ্ধান্ত বহাল থাকবে৷’
এদিকে সন্ধ্যায় দেওবন্দের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশে বিশ্ববাসীর অবগতির জন্য বলা হয়েছে, ‘নিযামুদ্দীন মারকাযে দুই গ্রুপের চলমান সংকটের সাথে দারুল উলুম দেওবন্দের নূন্যতম সম্পর্ক নেই৷ কিছু দীনি ভাই বলতে চেষ্টা করছেন, নিজামুদ্দীনের বাংলাওয়ালী মসজিদের সংকটের সাথে দেওবন্দেরও সংশ্লিষ্টতা আছে৷ যা সম্পূর্ণই ভুল ধারণা৷ বরং দেওবন্দ আগেও আন্তরিকতার সাথে বলেছে, এখনো বলছে চলমান সংকট তাবলিগ জামাতের ভেতরগত বিষয়৷ এর সমাধান তাবলিগের আকাবির মুরুব্বীদেরই করতে হবে৷’
অপরদিকে আজ বাদ মাগরিব দেওবন্দে মসজিদে রশিদে ছাত্রদের মজলিস ডেকে উপরোক্ত ঘোষণা শোনানো হয় এবং এর সুনির্দিষ্ট কারণও তুলে ধরা হয়৷ ছাত্রদেরকে তাবলিগের তাশকিল, গাশতসহ মাদরাসার মধ্যে সব প্রকারের কাজ থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়৷ ওই মজলিসে বক্তব্য রাখেন, দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানি, শায়খুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরী ও মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানি৷ এছাড়াও অন্যান্য উস্তাদগণ এসময় উপস্থিত ছিলেন৷
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!