প্রিয় পাঠক বন্ধু! আমি কিন্তু হারবাল
ঔষধ বিক্রেতা নয় ,,
Abdullah Al Maruf
তুলে ধরলাম ছোট্ট একটি অভিজ্ঞতার কথা..!
কিশোর জীবনেই অনেকের মাথার
উপর চেপে বসে ভূত!!
তখন সে ভুলে যায় সে একজন কিশোর ,
আর যৌবন তো অনেক দূরের কথা ।
যেমন ,স্যার তার অষ্টম শ্রেণীর
ছাত্রিকে প্রতিদিনের মত আজও প্রাইভেট
পড়াতে এসেছে,
কিন্তু আজ স্যারের উদ্দেশ্য ভিন্ন ..,
তাই স্যার বলছেখাতার শেষ পৃষ্ঠার অংকগুলো ভাল করে দেখে নাও ।
ছাত্রী তাই করল ,
কিন্তু শেষ পৃষ্ঠায় তো কোন অংক
ছিলনা
,
ছিল ইংলিশে একটি বাক্য।
♥ I love u....♥
ছাত্রী মুচকি হেসে বলছে,
স্যার আমি অষ্টম শ্রেণীতে পড়ি এখনো কী
খালি থাকা সম্ভব ....!(?)
এর অর্থ কী দাড়ায় আমি আর বলতে
চাচ্ছিনা.! বড় বড় কলেজ ভার্সিটির পাশে
আছে সাইবারক্যাফ ।যার ভিতরে দুইজন
এক সাথে প্রবেশের ব্যবস্থা আছে ..
কিন্তু প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ।
আর তাই এখন অনেক ক্যফের সামনে
বড় করে লিখা আছে...
"ছেলে মেয়ে একসাথে প্রবেশ
নিষেধ" উন্মুক্ত বন্ধুত্বের যে
এক সভ্যতা বের হয়েছে তা আর
ভাষায় বুঝানো যাবেনা ।
কিন্তু! একজন মাদ্রাসার ছাত্র যখন
কিশোর থাকে তখন সে রাত ৩টার সময় ঘুম
থেকে উঠে তাহাজ্জুদ পড়ে কোরআন
পড়তে বসে......!!
সারাদিন চার দেওয়ালের
ভিতরে চিৎকার করে পাঠ করতে থাকে
সৃষ্টিকর্তার বাণী.....!!
যখন তাঁর দেহে তারুণ্যের বাতাস
লাগবে তখন সে বুঝতে শুরু করে
কোরআনের ভাষা ।
শুধু কী তাই ? ৯০% মাদ্রাসার তরুণ
ছাত্র নারীদের চোখের দিকে
তাকিয়ে কথা বলতে পারবেনা ।
নারীদের হাত ধরে পথ চলা,
আর উন্মুক্ত বন্ধুত্ব তো বহু দূরের কথা ।
কিন্তু অন্যদের জন্য এটা নরমালি ব্যপার.!
ঢাকার অনেক দর্শনীয় স্থান এখন উন্মুক্ত ,
যেখানে বাবা-মা নিয়ে প্রবেশ করা
অসম্ভব ...! যারা ভিতরে অপকর্মে লিপ্ত
তাদের অধিকাংশই কোন স্কুল বা
কলেজের ড্রেস পরা থাকে ,,
অথচ জরিপ সূত্রে বলা হয় , ১৮ থেকে ২৪ বছরের যুবকের হাতে সভ্যতা ।
আমি কসম করে বলতে পারি,
স্বল্প কিছু নামধারী হুজুর ব্যতিত বাংলার
প্রতিটি হুজুরের যৌবন 100% পবিত্র!
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!