Friday, August 23, 2019

উস্তাজুল কুররা মাওলানা ক্বারী আবদুল গণি(রহ.)এর ইন্তিকালে আল্লামা জুনায়েদ বাবুনগরীর শোক প্রকাশ

বখতিয়ার পাড়া তারতিলুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক,উস্তাজুল কুররা হযরত ক্বারী আবদুল গণি সাহেব(রহ.)আজ ২৩ আগষ্ট জুমাবার রাত ১.৩০ ঘটিকায় চট্টগ্রাম (সি.এস সি.আর)হাসপাতালে ইন্তেকাল করেছেন
ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন!

মরহুমের ইন্তেকালে এক শোক বার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর সহকারী পরিচালক  আল্লামা জুনায়েদ বাবুনগরী গভীর শোক প্রকাশ করে বলেছেন।
ক্বারি আব্দুল গনি সাহেব হাজার হাজার ক্বারি সাহেবানদের উস্তাদ,পুরো জীবন কুরআনের খেদমতে অতিবাহিত করেছেন।
তিনি দেশে চট্রগ্রাম জামিয়া বাবুনগর ও জামিয়া ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া শেষ করে  পাকিস্তানে সফর করেছেন সেখানে তিনি পাকিস্তানের
বিখ্যাত কারি শাইখুল কুররা ক্বারি শাকের সাহেবের নিকট এলমে ক্বেরাতের বিশেষ কোর্স সম্পুর্ণ করেন।

অত:পর দেশে প্রত্যাবর্তন করে জামিয়া ইসলামিয়া পটিয়ায় উচ্চতর ইলমুল ক্বেরাত ওয়াত তাজবিদ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘকাল কুরআনের খেদমত আঞ্জাম দিয়েছেন।এবং তার পাশাপাশি ১৯৭৭ সালে বখতিয়ার পাড়া তারতিলুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা করেন।এভাবে তিনি আখেরি আসমানী কিতাব প্রবিত্র আল কুরআনের মুখলিসানা খেদমত করতে করতে দুনিয়া থেকে বিদায় নেন।

মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন ব্বুল আলামীন যেন তাঁর ভূল ক্রটি ক্ষমা করে  দ্বীনি সকল খিদমাতকে কবুল করেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন,আমিন।

ইন'আমুল হাসান ফারুকী

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!