Monday, November 21, 2016

আজ আমাদের বোনদের মাথার হিজাব কিংবা ঘোমটা জোর করে খুলে ফেলা হলেও আমাদের মনে কোন ব্যথার সৃষ্টি হয় না


আজ আমাদের বোনদের মাথার হিজাব কিংবা ঘোমটা জোর করে খুলে ফেলা হলেও আমাদের মনে কোন ব্যথার সৃষ্টি হয় না; আমাদের বোনদের বোরখা খুলে ফেলা হলেও আমরা ক্ষিপ্ত হই না। না আমি কোন পাশ্চাত্যের দেশের কথা বলছি না (তারা তো এ কাজ আগে থেকেই করছে), আমি তথাকথিত এই মুসলিম দেশ বাংলাদেশের কথা বলছি। নানা শিক্ষা প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা ইসলাম বিদ্বেষী আর লম্পটেরা একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে আমার বোনদের শরীর থেকে বোরখা আর মাথা থেকে হিজাব আর ওড়না খুলে ফেলার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেই। কিন্তু এতে আমরা ক্ষিপ্ত হই না, প্রতিবাদ জানাতে মানবব্ধন করি না, শ্লোগানে শ্লোগানে ঐ সব লম্পটদের তাড়িয়ে দেই না, কষ্ট-ব্যথায় আমাদের অন্তর ভেঙ্গে দু' ফুঁটা অশ্রুও বের হয় না। কিন্তু আমাদের সকল রাগ-ক্ষোভ, ব্যথা- বেদনা খেলার সময় জেগে উঠে! খেলা নিয়ে কিছু হলে আমরা কাঁদি, রাস্তায় মানবন্ধন করি, শ্লোগানে শ্লোগানে আকাশ-বাতাস কাঁপিয়ে তুলি। আবার আমরাই অভিযোগ করি- আল্লাহ তা'আলা কেন আমাদের সাহায্য করেন না! আল্লাহ তা'আলার কি এমন প্রয়োজন এই রকম মুসলমানদের সাহায্য করার; যাদের চোখের সামনে তাঁর দীনের অপমান হয় কিন্তু তারা নির্লিপ্ত থাকে কিন্তু খেলা নিয়ে কিছু হলে তারা রাগে-ক্ষোভে রাস্তায় নেমে পড়ে! আল্লাহ তা'আলা কি এরকম মুসলমানদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন? কখনোই না! আসুন যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বোনদের বোরখা-হিজাবের উপর আঘাত হানছে, সেসকল প্রতিষ্ঠানে আমরা দরাজ কণ্ঠে প্রতিবাদ জানাই, সেসকল প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করি আর যদি সামর্থ্য থাকে তাহলে যেসকল কুলাঙ্গার আর লম্পটেরা এসকল কাজ করার দুঃসাহস দেখাচ্ছে তাদেরকে গলা ধাক্কা দিয়ে ঐ সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার চেষ্টা করি। মুসলিম দেশে যদি আমরা মুসলমান হিসেবে না থাকতে পারি তাহলে কি করে আমরা আমাদের মুখ আল্লাহ তা'আলাকে দেখাব! এখনই যদি আমরা প্রতিবাদ না করতে পারি তাহলে এমন এক সময় আসবে যখন রাস্তা- ঘাটেও প্রকাশ্যে আমাদের মা- বোনদের হিজাব-পর্দা খুলে ফেলার দুঃসাহস দেখাবে ঐ সকল লম্পট আর কুলাঙ্গারেরা। আল্লাহ তা'আলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের বোনদেরকে এই সকল কুলাঙ্গার ও লম্পটদের হাত থেকে রক্ষা করুন। আমিন

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!