Tuesday, July 18, 2017

আহলে হাদীসদের অন্যতম মুখ্যপাত্র মৌলভী মুহাম্মাদ হুসাইন বাটালভীর চিঠি ইংরেজদের প্রতি

আহলে হাদীসরা যে ইংরেজদের
দালাল,এই হল তার প্রমাণ ।- (অনুবাদ কৃত)

"বখেদমতে জনাব গভর্নমেন্ট সেক্রেটারী,
-আমি আপনার খেদমতে লাইন কয়েক লেখার অনুমতি এবং এর জন্য ক্ষমাও প্রার্থনা করছি। আমার সম্পাদিত মাসিক "এশায়াতুস সুন্নাহ" পত্রিকায় ১৮৮৬ ইংরেজীতে প্রকাশ করেছিলাম যে, ওহহাবী শব্দটি ইংরেজ সরকারের নিমক হারাম ও রাষ্ট্রদ্রোহীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুতরাং এ শব্দটি হিন্দুস্তানের মুসলমানদের ঐ অংশের জন্য ব্যবহার সমীচীন হবে না, যাদেরকে "আহলে হাদীস" বলা হয় এবং যারা সর্বদা ইংরেজ সরকারের নিমক হালালী, অনুগত্য ও কল্যাণই প্রত্যাশা করে, যা বার বার প্রমাণও হয়েছে এবং সরকারী চিঠি পত্রে এর স্বীকৃতিও রয়েছে।
~~ অতএব, এ দলের প্রতি ওহ্হাবী শব্দ ব্যবহারের জোর প্রতিবাদ জানানো হচ্ছে এবং সাথে সাথে গভর্নমেন্টর বরাবর অত্যন্ত আদব ও বিনিয়ের সাথে আবেদন করা যাচ্ছে যে, সরকারীভাবে এ শব্দ রহিত করে আমাদের উপর এর ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হোক এবং এ শব্দের পরিবর্তে "আহলে হাদীস" সম্বোধন করা হোক।
-আপনার একান্ত অনুগত খাদেম আবু সাঈদ মুহাম্মাদহুসাইন সম্পাদক, এশায়াতুসসুন্নাহ (এশায়াতুস সুন্নাহ সংখ্যাঃ ২ খন্ড ১১)

আর এই দরখাস্ত মোতাবেকই তাদের নাম আহলে হাদীস বরাদ্দ করা হয়।

কি বুঝলেন ?


শেয়ার করুন

2 comments:

  1. মিথ্যা বলা বা মিথ্যা প্রচার করা মহা পাপ, আল্লাহর ভয় ভিতরে থাকলে মিথ্যা প্রচার করবেন না,,

    ReplyDelete

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!