বাবা বিদেশ থেকে এসে মাকে বকা দিল।
মাদ্রাসায় কেন পড়তে দিলে? মাদ্রাসায়
পড়ে কি হবে?
আজ কাল মাদ্রাসার কি দরকার? ইত্যাদি।
:
একদিন হুজুর ছাত্রদেরকে ক্লাসে বললেন:
কখনো যদি খাবার জিনিস মাটিতে পড়ে
যায় তা মাটি হতে তুলে খাওয়া নবীর সুন্নাত।
:
কিছুদিন পর স্বামী, স্ত্রী ও ছেলে তিনজন মিলে
বেড়াতে বের হয়েছে ৷ পথিমধ্যে ছেলেটির হাত
থেকে একটা চকলেট মাটিতে পড়ে যায়
চকলেটটি মাটি থেকে তুলতে গেলেই বাবা
চিৎকার দিয়ে ছেলেকে বলে মাটি থেকে যেন
চকলেট না উঠায়।
*
ছেলে তার বাবাকে বলল-
.
- ছেলেঃ কেন চকলেট উঠাবো না আব্বু?
*
- বাবাঃ মাটি থেকে কোন কিছু তুলতে নেই।
দরকার হলে একটার জায়গায় ১০টা কিনে
দিব৷
:
কিছুক্ষণ পর অনেকদূর হাটার পর ছেলেটির
মা পা পিছলিয়ে পড়ে যায়. তখন তার বাবা
মাকে তুলতে গেলে ছেলে বললঃ-
:
- ছেলেঃ মাকে তুলবে না প্লিজ বাবা।
- বাবাঃ কেন?
:
- ছেলেঃ তুমিই তো বলছো মাটিতে কোন
কিছু পড়লে তুলতে নেই।
- বাবাঃ বলো কি! তোমার মাকে যদি তোমার
নানার বাড়িতে ভালভাবে নিতে না পারি
তাহলে আমার পিঠে বেতের বাড়ি পড়বে ৷
:
- ছেলেঃ থাক বাবা তোমাকে আমি ১০ টা বউ
এনে দিব তারপরেও মাটি থেকে তুলবে না প্লিজ ৷
*
- বাবাঃ এইগুলো তুমি কি বলছ?
:
- ছেলেঃ কেন বাবা তুমি যদি নানার বাড়ির
মারের কথা সহ্য করতে না পারো তাহলে
কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে
তুমি খাবার জিনিস চকলেট মাটি থেকে
না উঠিয়ে যে অপচয় করেছো তার হিসাব
দাও তখন কি বলবো?
:
বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেকে
বুকে জড়িয়ে নিল ৷
.
এই ধরনের শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয।
মানুষকে দুনিয়া থেকে আখিরাতমুখী করা।
হিকমত শিক্ষা দেয়া যা কোন স্কুল বা কলেজে
দেওয়া হয় না। আমরা সরকারি চাকরি না
পেলে কি হবে? জান্নাতের পথ তো পাব।
:
আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে এমন জ্ঞানী
ও প্রতিবাদী সন্তান দান করুন। আমিন।।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!