অনেকের শুনতে খারাপ লাগলেও এটি বাস্তবতা। চরম সত্য।
*
কুরআনে কারীমে আল্লাহ তাআলা পরিস্কার ইরশাদ করেছেনঃ "কুরআনের মাধ্যমে অনেক মানুষ গোমরাহ হবে, আবার এ কুরআন পড়ে অনেক মানুষ হিদায়াতপাপ্ত হবে, আর কুরআনের মাধ্যমে বিভ্রান্ত হবে কেবল ফাসিকরা।" (আল কুরআন)
*
প্রশ্ন হল ফাসিক কাকে বলে?
----------------------------------------
ফাসিকের মূল অর্থ হলঃ ঐ বকরী যে তার গলা থেকে রশি খুলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। বুঝা গেল ফাসিক শব্দের যথার্থ অনুবাদ হল "গায়রে মুকাল্লিদ"।
*
এই আয়াতের অর্থ দাড়াচ্ছে কুরআন পড়েও পথভ্রষ্ট হয় গায়রে মুকাল্লিদরা।
এ কারণেই আল্লাহর বিধানাবলী বুঝিয়ে দেবার জন্য যুগে যুগে নবী রাসূলদের প্রেরণ করা হয়েছে। যেন আল্লাহর বিধান নিজের সমঝ অনুপাতে ইচ্ছেমত ব্যাখ্যা করে মানুষ গোমরাহ না হয়।
*
প্রচন্ড আফসোসের বিষয় হল, বর্তমানে যত বেশি গায়রে মুকাল্লিদী ফিতনা বাড়তেছে, তত বেশি মুফাসসিল ইসলামদের মত গায়রে মুকাল্লিদদের নাস্তিক হবার প্রবণতা বাড়ছে।
*
তাই, নাস্তিকতার ভয়াবতা রুখতে হলে গায়রে মুকাল্লিদী ফিতনা রুখতে হবে।
*
রাব্বানা লাতুযিগ কুলূবানা বাদা ইজ হাদাইতানা, ওয়াহাবলানা মিনলাদুনকা রাহমাহ, ইন্নাকা আনতাল ওয়াহহাব। আমীন।
*
কুরআনে কারীমে আল্লাহ তাআলা পরিস্কার ইরশাদ করেছেনঃ "কুরআনের মাধ্যমে অনেক মানুষ গোমরাহ হবে, আবার এ কুরআন পড়ে অনেক মানুষ হিদায়াতপাপ্ত হবে, আর কুরআনের মাধ্যমে বিভ্রান্ত হবে কেবল ফাসিকরা।" (আল কুরআন)
*
প্রশ্ন হল ফাসিক কাকে বলে?
----------------------------------------
ফাসিকের মূল অর্থ হলঃ ঐ বকরী যে তার গলা থেকে রশি খুলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। বুঝা গেল ফাসিক শব্দের যথার্থ অনুবাদ হল "গায়রে মুকাল্লিদ"।
*
এই আয়াতের অর্থ দাড়াচ্ছে কুরআন পড়েও পথভ্রষ্ট হয় গায়রে মুকাল্লিদরা।
এ কারণেই আল্লাহর বিধানাবলী বুঝিয়ে দেবার জন্য যুগে যুগে নবী রাসূলদের প্রেরণ করা হয়েছে। যেন আল্লাহর বিধান নিজের সমঝ অনুপাতে ইচ্ছেমত ব্যাখ্যা করে মানুষ গোমরাহ না হয়।
*
প্রচন্ড আফসোসের বিষয় হল, বর্তমানে যত বেশি গায়রে মুকাল্লিদী ফিতনা বাড়তেছে, তত বেশি মুফাসসিল ইসলামদের মত গায়রে মুকাল্লিদদের নাস্তিক হবার প্রবণতা বাড়ছে।
*
তাই, নাস্তিকতার ভয়াবতা রুখতে হলে গায়রে মুকাল্লিদী ফিতনা রুখতে হবে।
*
রাব্বানা লাতুযিগ কুলূবানা বাদা ইজ হাদাইতানা, ওয়াহাবলানা মিনলাদুনকা রাহমাহ, ইন্নাকা আনতাল ওয়াহহাব। আমীন।
[লিখণেঃ মুফতী লুৎফুর রহমান ফরায়েজী।]
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!