কবরের আযাব গোপন রাখার মধ্যে যেসব বড়
বড় হিকমতে ইলাহী লুকায়িত রয়েছে, তার
মধ্যে এও রয়েছে যে,
(১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বলেনঃ মৃতদেরকে দাফন করা
থেকে বিরত থাকার আশঙ্কা না থাকলে
আমি আল্লাহ তাআলার কাছে দু’আ করতাম,
তিনি যেন তোমাদেরকে কবরের আযাব
থেকে কিছু শুনান।
(২) কবরের আযাব গোপন রাখার মাধ্যমে
আল্লাহ তাআলা মৃতের পরিবারের প্রতি
রহম করেছেন। কেননা তারা যদি তাদের
মাইয়্যেতের আযাব ও চিতকার শুনতো,
তাহলে তারা স্থির থাকতে পারতোনা।
(৩) আযাব গোপন রাখার মাধ্যমে মৃতের
মান-মর্যাদার দিকটার প্রতিও খেয়াল
রাখা হয়েছে। আল্লাহ তাআলা তার
জীবিত আত্মীয় স্বজনকে তার বেহাল
অবস্থা জানাতে চান নি।
(৪) মৃতের পরিবারের মান-ইজ্জতের
প্রতিও খেয়াল রাখা হয়েছে। কেননা
মাইয়্যেতের আযাব শুনলে লোকেরা হয়ত
তার আত্মীয়-স্বজন ও পরিবাবের জীবিত
সদ্যস্যদেরকে দোষারোপ করে বলতোঃ এই
তো তোমার পিতাকে কবরে শাস্তি দেয়া
হচ্ছে, এই তো তোমার মা খুব আযাবে আছে!
এই তো তোমার ছেলে.....ভাই... ইত্যাদি।
(৫) আযাবের আওয়াজ ও চিতকার শুনেই
কারো মৃত্যু হওয়ারও সম্ভাবনা ছিল। কেননা
এই আওয়াজ সাধারণ আওয়াজ নয়। এতে অন্তর
ফেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। যার
ফলে মৃত্যু অথবা অজ্ঞান হয়ে পড়ে থাকার
সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়; এর ফলে
পৃথিবীর এই সুন্দর নিয়ম-কানুন লন্ড-ভন্ড হয়ে
যেত, যা হিকমতে ইলাহীর খেলাফ।
বড় হিকমতে ইলাহী লুকায়িত রয়েছে, তার
মধ্যে এও রয়েছে যে,
(১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বলেনঃ মৃতদেরকে দাফন করা
থেকে বিরত থাকার আশঙ্কা না থাকলে
আমি আল্লাহ তাআলার কাছে দু’আ করতাম,
তিনি যেন তোমাদেরকে কবরের আযাব
থেকে কিছু শুনান।
(২) কবরের আযাব গোপন রাখার মাধ্যমে
আল্লাহ তাআলা মৃতের পরিবারের প্রতি
রহম করেছেন। কেননা তারা যদি তাদের
মাইয়্যেতের আযাব ও চিতকার শুনতো,
তাহলে তারা স্থির থাকতে পারতোনা।
(৩) আযাব গোপন রাখার মাধ্যমে মৃতের
মান-মর্যাদার দিকটার প্রতিও খেয়াল
রাখা হয়েছে। আল্লাহ তাআলা তার
জীবিত আত্মীয় স্বজনকে তার বেহাল
অবস্থা জানাতে চান নি।
(৪) মৃতের পরিবারের মান-ইজ্জতের
প্রতিও খেয়াল রাখা হয়েছে। কেননা
মাইয়্যেতের আযাব শুনলে লোকেরা হয়ত
তার আত্মীয়-স্বজন ও পরিবাবের জীবিত
সদ্যস্যদেরকে দোষারোপ করে বলতোঃ এই
তো তোমার পিতাকে কবরে শাস্তি দেয়া
হচ্ছে, এই তো তোমার মা খুব আযাবে আছে!
এই তো তোমার ছেলে.....ভাই... ইত্যাদি।
(৫) আযাবের আওয়াজ ও চিতকার শুনেই
কারো মৃত্যু হওয়ারও সম্ভাবনা ছিল। কেননা
এই আওয়াজ সাধারণ আওয়াজ নয়। এতে অন্তর
ফেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। যার
ফলে মৃত্যু অথবা অজ্ঞান হয়ে পড়ে থাকার
সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়; এর ফলে
পৃথিবীর এই সুন্দর নিয়ম-কানুন লন্ড-ভন্ড হয়ে
যেত, যা হিকমতে ইলাহীর খেলাফ।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!