(১) দাড়িয়ে পেশাব করবে না,
(২) আপনার গায়ে হাত তুলবে না,
(৩) আপনাকে বৃদ্ধা আশ্রমে দিয়ে আসবেনা,
(৪) নেশা করে আপনাকে হত্যা করবেনা,
(৫) নাস্তিক হবে না,
(৬) ইভটিজিং কারী হবে না,
(৭) খুনী/ধর্ষন কারী হবে না,
(৮) আপনার টাকা খরচ করে পতিতা নিয়ে, হোটেলে রাত কাটাবেনা,
(৯) আপনাকে থানা/আদালতের ধারে ধারে ঘুরতে হবেনা,
(১০) নৈতিকতা ও চরিত্রবান হিসেবে গড়ে উঠবে,
(১১) আদর্শবান সু নাগরিক হিসেবে গড়ে উঠবে,
(১২) খাওয়া থেকে পশ্রাব পায়খানা সব কিছু সুন্নত অনুসারে করে চলবে,
(১৩) সন্ত্রাসী চাঁদাবাজি হবে না,
(১৪) সুদ ঘুস থেকে বিরত থাকবে,
(১৫) আপনি থাকবেন আপনার ৫ম তলা বাড়ীতে আর আপনার ছেলে থাকবে অবৈধ টাকার তৈরী ২০তল বাড়ীতে, আপনার কোন খোঁজ খবর নিবেনা এরকম হবে না,
(১৬) মাদ্রাসায় পড়ুয়া ছেলে/মেয়ে অন্য কিছু করতে পারুক আর না পারুক, ফরয নামাজের পর আপনার জন্য দু- হাত তুলে আল্লাহ্ পাকের কাছে আপনার জন্য দোয়া করবে,
(১৭) আপনার কবর জিয়ারত করবে,
(১৮) আপনার ছেলে/মেয়ে যে আমল করবে, সে যে সওয়াবের অধিকারী হবে, আপনিও সে সওয়াবের অধিকারী হবেন,
(১৯) আপনাকে আপনার ছেলে/মেয়ে কখনো কষ্ট দেবে না,
(২০) মাদ্রাসা পরুয়া ছেলে/মেয়েদের অন্তরে আল্লাহ্ তা'য়ালার ভয় ব্যাতি থাকে তারা সব সময় সঠিক পথ অবলম্বন করে চলে | আরো অনেক আছে..
আল্লাহ্ পাক সহীহ বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তাওফিক দান করুন,, আল্লাহুম্মা আমীন ||
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!