হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন-
"তোমরা মিসওয়াকের ব্যবহার করতে থাকো, এটিতে ১০টি উপকার আছে।
১. মুখ পরিষ্কার হয়
২. আল্লাহর সন্তুষ্টি আননয়ন হয়
৩. শয়তানকে রাগান্বিত করে
৪. মিসওয়াককারীকে আল্লাহ ও ফিরিশতারা
ভালোবাসতে থাকে
৫. দাঁতের মাড়ি মজবুত করে
৬. কফ দূর করে
৭. মুখে সুগন্ধি আনে
৮. পিত্ত এর রোগ দূর করে
৯. দৃষ্টি শক্তি বৃদ্ধি করে
১০. মুখের দূর্গন্ধ রোধ করে "
আল জামীউস সাগীর লিস সুয়ুতী- ৫৫৩১
"তোমরা মিসওয়াকের ব্যবহার করতে থাকো, এটিতে ১০টি উপকার আছে।
১. মুখ পরিষ্কার হয়
২. আল্লাহর সন্তুষ্টি আননয়ন হয়
৩. শয়তানকে রাগান্বিত করে
৪. মিসওয়াককারীকে আল্লাহ ও ফিরিশতারা
ভালোবাসতে থাকে
৫. দাঁতের মাড়ি মজবুত করে
৬. কফ দূর করে
৭. মুখে সুগন্ধি আনে
৮. পিত্ত এর রোগ দূর করে
৯. দৃষ্টি শক্তি বৃদ্ধি করে
১০. মুখের দূর্গন্ধ রোধ করে "
আল জামীউস সাগীর লিস সুয়ুতী- ৫৫৩১
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!