Friday, April 7, 2017

এই মহান ব্যক্তি টি হচ্ছে পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা

কুতুবুল আলম রশীদ আহমদ গাঙ্গোহী রহঃ এর খলীফা, হাটহাজারীর বড় মাওলানা সাহাব আল্লামা শাহ্ জমীরুদ্দীন রহঃ এর সুযোগ্য খলীফায়ে কামেল বাংলাদেশ দক্ষিন চট্টগ্রামের অন্যতম আরবী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের,প্রতিষ্ঠাতা পরিচালক, শাইখুল মিল্লাত শায়েরে কবীর,কুতুবে যমান,রাহবারে উম্মত,
আল্লামা মুফতি আজীজুল  হক্ব সাহেব রহঃ
_______________________________________________
                        یہ رشیدی باغ ہو اور قاسمی گلزار ہو
                      یہ ضمیری فیض کا ایک خوشنما دربار ہو
_______________________________________________
                    ★আরমাগানে আজীজ★
সকল ইলেম পিপাসুদের দৃষ্টি আকর্ণন :
হযরতের ছোট্ট একটি শেয়ারের রেসালাহ্ আছে!
যেখানে হাদীস বিশারদ আল্লামা সুলতান যওক্ব নদবী দাঃবাঃ হুজুরের জীবনের আশ'আর গুলু একাট্টা করেছেন : যার নাম " আরমাগানে আজীজ "
যাদের কাছে আছে, আল্ হামদুলিল্লাহ্ : যে ভাইদের কাছে নেই সংগ্রহ করুন! অনেক মোনাজতের শেয়ার শিখতে পারবেন!যদিও অনেকে শেয়ার জানেন!
কিন্তু শায়ের কে? সেটা জানেন না!
:
★মাক্বারায়ে আজীজ্ব রহঃ★
-
ও নিজের জিবনের কিছু কথা★
পটিয়া মাদ্রাসার মসজিদের সামনে শায়িত রয়েছেন
উক্ত বাগের ফুল " যেই পটিয়া মাদ্রাসায় পড়বো সেই ছোট্ট-কাল থেকে স্বপ্ন দেখি : উস্তাদদের মুখে পটিয়ার কথা শুনলেই হৃদয়টির মাঝে একটি নতুন অনুভূতি জাগে, শুধুই ভাবতাম সেই ইলেমের বাগে কখন
আল্লাহ্ কবুল করবেন! কখন ভর্তি হব!
কখন পটিয়ার মসজীদে নাহ্য়ী, তরকীবী,সরফী,মুনাযারা করবো! কখন ইত্তেহাদে মারকায পাবো! কখন মসজিদে সবার সম্মুখে উর্দু না'তে রাসূল সাঃ পেশ করবো!
:
কখন মাক্বারায়ে আজীজ যিয়ারত করবো!
কখন রাতের শেষ ভাগে মসজিদে এসে তাহাজ্জুদ পড়বো! কখন পটিয়ার সন্তান হিসাবে নিজেকে গর্ভিত মনে করবো! কখন শাইখুল হাদীস
শাহ্ আইয়ুব রহঃ এর থকে হাদীস পড়বো!
:
#আখের আল্লাহ কবুল করলো গুনাহগার বান্দা কে :
সর্ব-প্রথম যেদিন পটিয়ার বুকে আমি নাখান্দাকে
শাহী গেইটে প্রবেশ করায়! 
ঠীক বা'দিকে তাঁকাইলাম 'অর্থাৎ মাক্বারার দিকে!
ফের "অযু করে মসজিদে আসি! দুই রাকাত নামাজ পড়ি!তারপর "মাকবারায়ে আজীজের সামনে আমি দন্ডায়মান 'এমন যে কাঁদা আসলো 'চোখের পানি ধরে রাখতে পারিনি!এমন একটি দিলের শান্তি পেলাম 'যাহা ভাবে প্রকাশ করার মত নহে! আর মনে হল জামেয়া আমায় কবুল করেছে-----হয়তো আমি অযোগ্যা-

    "অথচ আমি মুসাফির:
একটু ক্লান্তভাব ও পেরেশানি থাকার কথা!
কিন্তু তা হওয়া থেকে আমি বিরত ছিলাম :
আর পুরা বাগে আজীজে ঘুরে বেড়ালাম :

(আজ ভাবিনি? কলম এপর্যন্ত নিয়ে আসবে :
সো-সবাইর কাছে দোয়া চাই 'বন্দুমহল)
হজরতের কয়েকটি শেয়ার,পড়লেই বুঝবেন,দীলের হালাত কেমন হয়য়,
گناہوں میں سارے عمر گذاری 
-اے میرے مولی اے میرے باری -
عرش ہے تیری فرش ہے تیری -
اے میرے مولی اے میرے باری -
کس کو پکارے تیرے بیکاری -
اے میرے مولی اے میرے باری -
مفتی عزیز الحق رح:

সবাই দোয়া করবেন আল্লাহ্ যেন আমার সব চেয়ে প্রিয় মানুষ আল্লামা মুফতি আজীজুল হক্ব রহঃ কে জান্নাতের উঁচু মাকাম দান করেন
'আমীন


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!