মাওলানা তারিক জামিল সাহেবের এক বয়ানে বলেনঃ-
.
আমেরিকার শিকাগো শহরের টেক্সি চালকদের একটি জামাত ৪০ দিনের জন্য ব্রাজিল গিয়েছিলো। এক চিল্লার মেহনতে তাদের হাতে ১৮০০ ব্রাজিলীয় মুসলমান হয়েছে। আঠার শত(১৮০০)
.
সদস্যের একটা গোত্রের সবাই ইসলাম গ্রহণ করেছে। প্রথমে গোত্র-প্রধানকে দাওয়াত দেয়া
হয়েছিলো। সে ইসলাম গ্রহণ করে গোত্রের সবাইকে সমবেত করে দাওয়াত দিলে তারাও ইসলাম গ্রহণ করে।
.
ভাইয়েরা আমার ! এটা হলো সামান্য একটু মেহনতের ফলাফল। আর যখন সকল মুসলমান এই দাওয়াতের মেহনতকে আপন যিম্মাদারী মনে করে এতে ঝাপিয়ে পড়বে তখন অবস্তা কী দাড়াবে একটু ভেবে দেখুন। সমগ্র পৃথিবীতে অতিদ্রুত ইসলামের প্রসার ঘটবে ইনশাআল্লাহ।
.
সমগ্র দুনিয়ার মানুষ এখন ইসলামের জন্য উদগ্রীব। দুনিয়ার প্রত্যেক প্রান্তে তাবলীগ জামাতের অপেক্ষা করা হচ্ছে, তাদেরকে কোথাও পেলে লোকেরা তাদের খেদমত করার জন্য ছুটে আসে। কে কার আগে খেদমত করবে তার জন্য রীতিমত প্রতিযোগিতা চলে।
.
আল্লাহ আমাদের জান-মালকে এই মেহনতে কবুল করুন। আমিন।।
.
আমেরিকার শিকাগো শহরের টেক্সি চালকদের একটি জামাত ৪০ দিনের জন্য ব্রাজিল গিয়েছিলো। এক চিল্লার মেহনতে তাদের হাতে ১৮০০ ব্রাজিলীয় মুসলমান হয়েছে। আঠার শত(১৮০০)
.
সদস্যের একটা গোত্রের সবাই ইসলাম গ্রহণ করেছে। প্রথমে গোত্র-প্রধানকে দাওয়াত দেয়া
হয়েছিলো। সে ইসলাম গ্রহণ করে গোত্রের সবাইকে সমবেত করে দাওয়াত দিলে তারাও ইসলাম গ্রহণ করে।
.
ভাইয়েরা আমার ! এটা হলো সামান্য একটু মেহনতের ফলাফল। আর যখন সকল মুসলমান এই দাওয়াতের মেহনতকে আপন যিম্মাদারী মনে করে এতে ঝাপিয়ে পড়বে তখন অবস্তা কী দাড়াবে একটু ভেবে দেখুন। সমগ্র পৃথিবীতে অতিদ্রুত ইসলামের প্রসার ঘটবে ইনশাআল্লাহ।
.
সমগ্র দুনিয়ার মানুষ এখন ইসলামের জন্য উদগ্রীব। দুনিয়ার প্রত্যেক প্রান্তে তাবলীগ জামাতের অপেক্ষা করা হচ্ছে, তাদেরকে কোথাও পেলে লোকেরা তাদের খেদমত করার জন্য ছুটে আসে। কে কার আগে খেদমত করবে তার জন্য রীতিমত প্রতিযোগিতা চলে।
.
আল্লাহ আমাদের জান-মালকে এই মেহনতে কবুল করুন। আমিন।।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!