"যে ব্যক্তি পাবন্দি সহকারে সঠিক সময়ে নামাযের এহতেমাম করে, আল্লাহ তায়ালা নয়টি পুরষ্কারের দ্বারা তাহাকে সম্মানিত করেন।
★
(১) আল্লাহ তায়ালা স্বয়ং তাকে ভালবাসেন।
(২) তাকে সুস্থতা দান করেন।
(৩) ফেরেশতাগণ তার হেফাজত করেন।
(৪) তার ঘরে বরকত দান করেন।
(৫) তাহার চেহারায় বুজুর্গদের নুর ফুটে উঠে।
*
(৬) তার দিল নরম করে দেন।
(৭) পুলসিরাতের উপর দিয়ে সে বিজলীর মত দ্রুত পার হয়ে যাবে।
(৮) তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন।
(৯) জান্নাতে এমন লোকদের প্রতিবেশী হিসাবে সে স্থান পাবে, যাদের সম্পর্কে কুরআনে এই সুসংবাদ এসেছে। অর্থাৎ -
★
(১) আল্লাহ তায়ালা স্বয়ং তাকে ভালবাসেন।
(২) তাকে সুস্থতা দান করেন।
(৩) ফেরেশতাগণ তার হেফাজত করেন।
(৪) তার ঘরে বরকত দান করেন।
(৫) তাহার চেহারায় বুজুর্গদের নুর ফুটে উঠে।
*
(৬) তার দিল নরম করে দেন।
(৭) পুলসিরাতের উপর দিয়ে সে বিজলীর মত দ্রুত পার হয়ে যাবে।
(৮) তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন।
(৯) জান্নাতে এমন লোকদের প্রতিবেশী হিসাবে সে স্থান পাবে, যাদের সম্পর্কে কুরআনে এই সুসংবাদ এসেছে। অর্থাৎ -
وَلا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ
"আর তাদের কোনই ভয়-ভীতি নেই,
তারা দুঃখিতও হবে না।"
-[সূরা বাকারাহ, আয়াতঃ ৬২]
"আর তাদের কোনই ভয়-ভীতি নেই,
তারা দুঃখিতও হবে না।"
-[সূরা বাকারাহ, আয়াতঃ ৬২]
সুবহানআল্লাহ! আল্লাহ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তওফিক দান করুন। ওয়ামা তওফিক ইল্লাবিল্লাহ। আমিন।।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!