Tuesday, November 6, 2018

মহিলাদের সাথে মুসাফাহার বিধান (আল্লামা শাহ্ আহদ শফি সম্পর্কে অপপ্রচারের জবাব))

১. মহিলা যুবতি হলে তার সাথে মুসাফাহা করা হারাম নাজায়েয। এ ব্যাপারে সব মাযহাবের হুকুম এক ও অভিন্ন। 

২. যদি একজন বয়োবৃদ্ধ হয় আর অপরজন যুবক বা যুবতি তাহলে হানাফি মাযহাব মতে মুসাফাহা করলে সমস্যা নেই। তবে শর্ত হলো কোনো ধরনের অঘটন ঘটবে না বলে পুরোপুরি আশঙ্কা মুক্ত হতে হবে। এ আশঙ্কা মুক্তর বড় স্থান হলো জনসম্মুখে হওয়া। 

৩.আর যদি মহিলা ও পুরুষ উভয়জন বয়স্ক হন, অর্থাৎ পুরুষ শায়খে ফানীর কাতারে পৌঁছে যান আর মহিলা সান্নে আয়াসে উপনীত হয়ে পড়েন,  তাহলে তারা উভয়ে মুসাফহা করলে কোনো অসুবিধা নেই।  হযরত আবু বকর সিদ্দিক রাযি. বুড়ি মহিলার সাথে মুসাফাহা করতেন। দেখুন..... বাদায়েউস সানায়ে ৪/২৯৩, ৫/১২৩। বাহরুর রায়েক ৮/২১৮-২১৯। তুহফাতুল মুলূক ৩/৩৩৩-৩৩৪।

সুতরাং আল্লামা আহমদ শফী এবং মাননীয় প্রধানমন্ত্রীর মুসাফাহার বিষয়টি মাসআলার এই তৃতীয় শাখার সাথে সম্পৃক্ত। যা শরীয়তে বৈধ। 

কিন্তু জাহেলরা না জেনে না বুঝে শুধু বকওয়াসী করছে।


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!