Saturday, May 27, 2017

আযানের শুনলে মহিলাদের মাথায় ঘোমটা দেয়া প্রসঙ্গেঃ

সুওয়াল : আমাদের দেশের অনেক মহিলাদের দেখা
যায়, আযানের ধ্বনি শোনা মাত্র তারা মাথায়
ঘোমটা দেন। এটা কি ইসলামের কোন নিয়ম যে, আযান শুনলে মাথায় ঘোমটা দিতে হবে?

▶ জাওয়াব : এইখানে দু’টি বিষয় লক্ষ্যনীয়--

ক. মাথায় ঘোমটা কখন দেওয়া উচিৎ

নারীদের শরীরের সমস্ত কিছুই তাদের লজ্জাস্থান।
যা গায়ের মাহরাম বা পরপুরুষের সামনে
সর্বাবস্থায় ঢেকে রাখতেই হবে।

কাজেই আযান শুনে নয়, বরং মাহরাম
ছাড়া অন্য যেকোনো বেগানা পুরুষের সামনে মুখসহ সমস্ত শরীর
ভালভাবে ঢেকে রাখা ফরজ।
আযানের সাথে মাথা ঢেকে ফেলার কোন
সম্পর্ক নেই।

খ. আযান শুনলে কি করা উচিৎ

আযানের ধ্বনি শুনে নারী-পুরুষ সকলের
করনীয় হল--

* আযানের জবাব দেয়া এবং দোয়া পাঠ করাঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বলেছেন : “যখন মুয়াজ্জিন বলবে ‘আল্লাহু আকবার
আল্লাহু আকবার’ তখন তোমরা বলবে ‘আল্লাহু আকবার
আল্লাহু আকবার’ এভাবে শেষ পর্যন্ত, কেবল মুয়াজ্জিন ‘হাইয়্যা আলাস্ সালাহ’ ও ‘হাইয়্যা আলাল ফালাহ’ বললে, বলবে “লা-
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”।
তারপর মুয়াজ্জিন যখন বলবে, ‘লা-ইলাহা
ইল্লাল্লাহু’ তখন যদি কেউ একনিষ্ঠ
হৃদয়ে বলে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ তবে
সে জান্নাতে প্রবেশ করবে।"
[মুসলিম, হা/৬৫৮]

আযানের জবাব দেয়ার পর আযানের শেষে এই দোয়া
পাঠ করা সুন্নাত--
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاةِ الْقَائِمَةِ ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
(আল্লা-হুম্মা রব্বা হা-যিহিদ দা‘ওয়াতিত্
তা-ম্মাহ, ওয়াস সলা-তিল ক্বা-ইয়িমাহ,
আ-তি মুহাম্মাদানিল ওসীলাতা ওয়াল
ফাযীলাহ, ওয়াব‘আছহু মাক্বা-মাম
মাহমূদানিল্লাযী ওয়া‘আত্তাহ)
হযরত জাবির (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, “যে ব্যক্তি আযানের পর উক্ত দু‘আ পাঠ করবে, তার জন্য আমার শাফা‘আত অবধারিত হয়ে যাবে”

অতঃপর আযানের পরবর্তী জরুরী কাজ হলো--নামাযের প্রস্তুতি গ্রহণ করে যথাসময়ে নামায আদায় করা৤ এটাই আযানের জাওয়াবের অন্তর্ভুক্ত৤ এক্ষেত্রে উপরোক্ত নিয়মে আযানের মৌখিক জাওয়াব দেয়া সুন্নাত এবং নামায আদায়ের মাধ্যমে শারীরিক জাওয়াব দেয়া ফরজ।

[সহীহ মুসলিম ৩৮৬; তিরমিযী ২১০; নাসায়ী
৬৭৯; আবূ দাউদ ৫২৫; ইবনু মাজাহ ৭২১;
আহমাদ ১৫৬৮]

*দ্বীনী এ পোস্টকে কপি,শেয়ার করে ইসলামের আলো পৌঁছে দিন প্রিয়জনদের কাছে। দ্বীনের হিদায়াতের সমূজ্জ্বল আলোকরশ্নিতে আলোকিত হোক মুমিনদের হৃদয়।


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!