আর হাত পায়ের নখ কর্তন করার সুন্নত তরীকা (পদ্ধতি) হলো এই যে,_____
প্রথমে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে কনিষ্ঠা আঙ্গুল পর্যন্ত কাটবে। এরপর বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল থেকে শুরু করে এক এক করে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে গিয়ে শেষ করবে।
আর পায়ের নখ কাটার বেলায়, ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠা আঙ্গুল পর্যন্ত এসে কাটা শেষ করবে। এই পদ্ধতিতে কাটাই উত্তম। তবে এর ব্যতিক্রম হলেও দূরস্থ হবে।
[- ফাতওয়ায়ে শামী,, ৫ম খণ্ড,, পৃঃ ৪০১]
#والله_اعلم_بالصواب______,,,,,,_______,,,,,,_______
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!