- ৫লাখ ১০লাখ টাকা দেনমোহর কি রাসূল ﷺ এর সুন্নাহ?
- ১০০-২০০ আত্মীয় ভোজন কি রাসূল ﷺ এর সুন্নাহ?
- গায়ে হলুদ, বৌভাত কি রাসূল ﷺ এর সুন্নাহ?
- সরকারি চাকরিজীবী দেখে মেয়ে বিয়ে দেওয়া কি রাসূল ﷺ এর সুন্নাহ?
- জমজমাট ডেকোরেশন, লাইটিং, গান বাদ্য কি রাসূল ﷺ এর সুন্নাহ?
-যৌতুক আদান-প্রদান কি রাসূল ﷺ এর সুন্নাহ?
অনেক ছেলেরা যৌতুকে ১০০% ছাড় দিলেও মেয়ে পক্ষের লোকেরা উচ্চ দেনমোহর থেকে কোনোক্রমেই ছাড় দিতে চাই না।
তারা বুঝতেই চাই না যে এটা একটা ঋণ।
আপনি যদি বিয়ের সময়ই একটা ছেলে কে ঋণগ্রস্ত করে দেন, তাহলে সে কি ঋণ পরিশোধ করবে, নাকি সংসার চালাবে??
যেই সম্পর্কের শুরু হয় যদি, আল্লাহর এতগুলো নাফরমানী দিয়ে
সেই সম্পর্ক বরকতময় হবে কিভাবে ???
সংগৃহীত
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!