Thursday, March 19, 2020

১ দিনের মুসলিমের ঈমান !

গতকাল যে খ্রিস্টান ভাইকে কালিমা পড়ালাম, তিনি আজ ফোন দিয়েছেন ।  ফোন দিয়ে যেই কথা বলেছেন সেটা শুনে নিজেকেই ধিক্কার দিতে মন চায় ! আমি ২৭ বছরের মুসলিম। আর তিনি মাত্র ১ দিনের মুসলিম ! গতকাল রাতেই কালেমা পড়েছিলেন । আলহামদুলিল্লাহ্‌ !

ভাইয়ের কথা- 
ভাই, আমি তো মাত্র ২ জনকে সাক্ষী রেখে শুধুমাত্র আমার রবকে সন্তুষ্টি করার জন্য জাহান্নামের ভয়ে ও জান্নাতের আশায় ঈমান এনেছি। আপনি আর সর্বদ্রষ্টা আমার রব ছাড়া আমার ইসলাম গ্রহণের কথা আর কাউকেই বলিনি। আমার মা,বাবা দুজনেই (হয়তো ঈমান না এনেই) আল্লাহ্‌র ডাকে সাড়া দিয়ে সুনিশ্চিত আখিরাতের জীবনে পাড়ি দিয়েছেন। আমার আপু, ভাই, চাচা, চাচী- সকলের আমাকে খ্রিস্টান মনে করে । হায় ! আমার আল্লাহ্‌ যদি এই অবস্থায় আমাকেও তাঁর কাছে ডেকে নেন তাহলে আমার কী হবে ? একজন মুসলিমকে কোরআন-সুন্নাহ মেনে কতই না সুন্দর করে গোসল দেয়া হয়, গুণাহ-এর জন্য আল্লাহ্‌ ও আল্লাহ্‌র বান্দা উভয়ের কাছে ক্ষমা চাওয়া হয়, জানাজা পড়া হয়,  তাঁর  জন্য দোয়া করা হয় । কিন্তু, আমার ইসলাম গ্রহণের কথা না জেনে আমার আপু, ভাই, চাচা, চাচী,  আত্মীয়-সমাজ- প্রতিবেশীরা তো আমাকে কোরান-সুন্নাহ মেনে  আমাকে গোসল দেবে না, কাফন পড়াবে না, আমার জন্য আল্লাহ্‌র কাছে  দোয়া করবে না অথবা মানুষের কাছ থেকে ক্ষমা চাবে না,  ইসলামিক রীতিতে দাফন করবে না । তাহলে ভাই, আমি কি জান্নাতে যেতে পারবো? নাকি আমার চিরস্থায়ী ঠিকানা হবে- জাহান্নাম ! 

ভাইয়ের প্রশ্ন শুনে আমার সরব মুখে ক্ষণিকের তরে ভাষা হারিয়ে ফেলেছিলাম ।
হায় !
২৭ বছরের মুসলিম হয়ে ১টা দিনও আমার মনে এমন প্রশ্নের উদয় হয় নি। কী অর্জন করলাম ২৭ বছরে ! আর এই অজানা অচেনা অদেখা ভাইটি কী ঈমান-ই না কিনলেন ১ দিনে !

উনি কি-ই বা পারেন ! কালেমাও ঠিকমত শেখেন নি, কোন সুরার ১ লাইনও পারেন না, কোন দিন মাদ্রাসাতেও যান নাই, ইসলামের অথবা ঈমান-আমলের কোন ডিগ্রীও নেই ষুধু মাত্র ঈমান আর তাকওয়া ছাড়া ।

আর আমরা মুসলিমরা যেভাবে জীবন যাপন করি, না জানি খ্রিস্টান ভেবে কাল আমাকেই খ্রিস্টানদের রীতিতে অতিম শয্যায় শায়িত হতে হয় কি না জানি না। কোথায় চলেছি ভাই ! কেউ দুনিয়া বেঁচে ঈমান কেনে, আর কেউ ঈমান বেঁচে গান্ধা দুনিয়া কেনে।

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!