মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত, কুয়েতের পরে কাতারও প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার জামাত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে।
মঙ্গলবার জোহরের সময় থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব মসজিদে নিয়মিত নামাজ ও জুমার জামাত বন্ধ থাকবে দেশটির ধর্মমন্ত্রণালয় ঘোষণা দিয়েছে।
এর আগে সোমবার দেশটিতে ৩৮ জন নতুন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩৯ এ পৌঁছেছে। এরমধ্যে বিদেশ থেকে ফিরে আসা তিন কাতারি নাগরিকও রয়েছে।
জনস্বাস্থ্যের হুমকির মুখোমুখি হয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমান মহামারী মোকাবেলায় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!