যে সকল সংগঠন, সংস্থা কিংবা ব্যক্তি করোনা ভাইরাস কেন্দ্রিক উদ্ভূত পরিস্থিতিতে আটকেপড়া অসহায় ও অস্বচ্ছল মানুষের সহযোগিতায় ভূমিকা পালন করছেন,
নগদ অর্থ,
নিত্যপ্রয়োজনীয় পণ্য,
কিংবা তৈরি খাবার বিতরণ করছেন,
তাদের এই মানবিক উদ্যোগ প্রশংসাযোগ্য । আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন ।
মানবতার এই সার্বজনীন আহ্বানে মানুষের পাশে দাড়ানোর এই মহতি উদ্যোগ আরো বৃদ্ধি পাক, সেই দোয়াই করি ।
তবে একটি কথা যেন আমরা ভুলে না যাই-
যে ভাইরাস থেকে বাঁচার উদ্দেশ্যে লকডাউন-অচলাবস্থার সৃষ্টি, ত্রাণ কিংবা সাহায্যের নামে যেন আবার সেই শারিরীক নৈকট্য তৈরির পরিবেশ সৃষ্টি না হয় । মুখে মাস্ক আর হাতে গ্লাভ্স পরলেই কিন্তু সংক্রমণের আশংকা কেটে যায় না, বরং এক অপর থেকে নিরাপদ দূরত্ব অবলম্বন করা জরূরী । নিজেদের কর্মী বা ছাত্রদের নিরাপত্তার প্রতি সজাগ দৃষ্টি রাখা দায়িত্বশীলদের প্রথম দায়িত্ব ।
এ ক্ষেত্রে খাদ্যদ্রব্য কিংবা ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করতে না পারলে বিভিন্ন নির্ভরযোগ্য মারফতে নগদ অর্থ পাঠিয়ে দেয়া যেতে পারে ।
অভাবী মানুষেরা ত্রাণের সংবাদ পেলে ভেঙ্গে পড়বেই । তখন আর শৃঙ্খলা কিংবা দূরত্ব রক্ষা করা সম্ভব হয় না ।
বিষয়টির প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং সতর্কতামূলক পদক্ষেপ গ্রহনের আহ্বান জানাচ্ছি ।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!