কী হবে আমাদের একে একে সবাই চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। কওমি অঙ্গনের বাতিগুলো নিভে যাচ্ছে। কওমী অঙ্গন দিনদিন আলোহীন হয়ে পড়ছে। প্রতিদিন কোন না কোন দুঃসংবাদ আমাদের পিছু লেগেই আছে।
আর যাঁরা অবশিষ্ট আছেন তাঁরাও সুস্থ নয়। সবাই কোন না কোন জটিল রেগে ভুগছেন।
জানি না তাঁরা কি আমাদের উপর এত বেশি রাগ করেছেন ! যে কারণে অভিমান করে আমাদের ইয়াতিম করে চলে যাচ্ছেন একে একে আপন গন্তব্য মাহবুবের ডাকে! হে আমাদের বটবৃক্ষ! হে আমাদের ছায়াবৃক্ষ! সন্তান হিসেবে আমরা অনেক ভুল করতে পারি। আমাদের অনেক ভুল হয়ে যেতে পারে! হয়তো ভুলবশত নাবুঝে অসম্মান করতে পারি! অভিভাবক হিসেবে আমাদের ক্ষমা করা যায়না? সন্তান হিসেবে ক্ষমা পাওয়ার আবদারটুকুতো আমাদের রয়েছে।
প্লীজ আর অভিমান করবেন না। আকাবির শুণ্য কিভাবে চলবো আমরা। কে পথ দেখাবেন আমাদের! কোনটা সঠিক কোনটা বেঠিক কে আমাদের ধরিয়ে দিবেন। নাহ এভাবে চলে না। দয়া করে আমাদের ক্ষমা করুন। এভাবে অভিমান করে আর চলে যাবেন না।
হে প্রভু! হে আল্লাহ! হে পরম করুনাময়! আপনি আমাদের অভিভাবকের হায়াতে তাইয়েবা দান করুন।তাঁদের ছায়া বৃদ্ধি করে দিন। আমাদের কল্যাণের জন্য হায়াত দীর্ঘ করুন। আমীন
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!