Thursday, March 23, 2017

হাফ হাতা শার্ট অথবা গেঞ্জী পরে নামায আদায় করা

বিধর্মীদের ধর্মীয় নিদর্শন নয় এমন শালীন পোশাক যা পরিধান করে অনুষ্ঠানে উপস্থিত হতে স্বাচ্ছন্দবোধ করে এবং উপযোগী হিসেবে মনে করে এমন পোশাক পরিধান করে নামায পড়া উচিত। যে পোশাক পরিধান করে মানসম্মত অনুষ্ঠানে অংশগ্রহণকে মানুষ অপছন্দ করে এমন পোশাক পরিধান করে নামায পড়া মাকরূহে তানজিহী।

এ মূলনীতির আলোকে ফকিহগণ বলেন, যেহেতু বুজুর্গানেদ্বীনের মজলিস বা অন্য সম্মানিত
মজলিসে হাফ-হাতা শার্ট বা গেঞ্জী পরিধান করে যাওয়াকে অপছন্দ করা হয়, তাই এরকম কাপড় পরিধান করে একাকী কিংবা জামাতে নামায পড়া খেলাফে সুন্নত তথা মাকরূহে তানজিহী হবে। অন্য কোন কাপড় না থাকলে মাকরূহ হবে না।
ফাতাওয়া উসমানী ১/৪২৩, কিফায়াতুলমুফতী ৩/৪২৮, ইমদাদুলআহকাম ১/৫৬১,৫৬৩ খুলাসাতুলফাতাওয়া ১/৫৮৷


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!