*আমি গান শুনতে পারব না?
*পার্টিতে গিয়ে নাচতে পারব না?
*ব্যাংকের মুনাফা নিতে পারব না?
*মনের ইচ্ছা মত কিছুই করতে পারব না?
না এত্তসব নিয়ম কানুন মেনে চললে life এ
enjoyment কোথায়? না......আমার দ্বারা সম্ভব না! এমন মানসিকতা যাদের । যারা পারছেন না গুনাহ থেকে দূরে থাকতে .........
৫টি কাজ
যারা করতে পারলে , গুনাহ চালিয়ে যান........গুনাহ
আপনার কোন ক্ষতি করবে না ।
১.আল্লাহকে যদি অমান্য করতে চান তাহলে আল্লাহর দেয়া রিযিক গ্রহন করবেন না । কৃতজ্ঞগতা বলেও একটা কথা আছে ,
আল্লাহরদেয়া রিযিক খেয়ে কিভাবে আল্লাহের অবাধ্য হবেন?
২.আল্লাহের মালিকানাধীন জায়গা ত্যাগ করেন । আল্লাহের মালিকানায় , আল্লাহের দয়ায় থেকে কিভাবে আল্লাহের আদেশ অমান্য করবেন?
৩.আমরা যদি এতটাই অকৃতজ্ঞ হই যে এখনো আমাদের আল্লাহের আদেশ অমান্য করার ইচ্ছা রয়েছে .... .. এমন জায়গা খুজে বের করেন ।
যেখানে আল্লাহর কাছ থেকে গোপন করতে পারবেন।
৪.যখন মৃত্যুরফেরেশতা আসবে তখন পারলে তাকে বাধা দিয়েন। ভাল কাজ করার কিছু সময় চেয়েন । পাবেন না , তখন একমুহূর্তও দেরি করা হবে না শুধু শুধুই মৃত্যু থেকে পালাচ্ছেন।
৫.স্মরন করেন সেই দিনের কথা যেদিন জাহান্নামের ফেরেস্তা আপনাকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে পারবেন সেদিন নিজেকে জাহান্নামের হাত থেকে রক্ষা করতে?
এখনও যারা মনে করেন গুনাহের কাজ গুলো ছাড়া বাচতে পারবেন না , আল্লাহের আযাবের
জন্য অপেক্ষা করুন ......
"নিশ্চয়ি আপনার প্রভুর শাস্তি অবশ্যম্ভাবী ।
তা কেউ প্রতিরোধ করতে পারবে না "( সুরা তুরঃ ৭-৮)
এই point গুলো শুধুমাত্র আমাদের অসহায়ত্ব ও মহান আল্লাহের বড়ত্ব প্রকাশ করে ....... আল্লাহ আমাদের এই মহান সত্যকে অনুভব করার তাওফিক দান করুক আমিন ।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!