ইসলামের নামে বিভিন্ন ভ্রান্ত মতবাদ সৃষ্টি করে যারা নিজেদের মুসলিম পরিচয় দিয়ে থাকেন, তাদের মধ্যে শীয়া ও কাদিয়ানী অন্যতম । কিন্তু বিশ্ব মুসলিমদের ফতোয়া মতে তারা অমুসলিম (কাফের) হওয়ায়,তারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করে । তবে নিজেদেরকে মুসলিমদের উপদল পরিচয় দিতে , তাদের উপসনালয় গুলোকে মসজিদ নাম দিয়ে লিখে থাকে- কাদিয়ানী মসজিদ, শীয়া মসজিদ । মজার ব্যাপার হলো সহিহ হাদিসের দোহাই দিয়ে বৃটিশের গর্ভ থেকে জন্ম নেয়া কথিত আহলে হাদীস সম্প্রদায়টিও, নিজেদের উপসনা করার জায়গাকে কাদিয়ানী ও শিয়াদের সাথে মিল রেখে আহলে হাদীস মসজিদ নাম দিয়েছে । তাছাড়া কাদিয়ানীরা মসজিদের মধ্যে টিভি রাখার কারণে, আহলে হাদীসের গোমটা হুজুর মতিউর রহমান জাল মাদানি সাহেব, আহলে হাদিস মসজিদ গুলোতে টিভি রাখার ফতোয়া দেন । যা ইতিমধ্যে তাদের অনেক মসজিদে কার্যকর হয়েছে । অথচ মুসলিমদের মসজিদ গুলোর নাম, কাদিয়ানী, শীয়া ও আহলে হাদীসদের মতো সাম্প্রদায়িক নয় । বরং মুসলিমদের মসজিদের নাম হয়ে থাকে, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, বায়তুল মুকাররম, বায়তুল ফালাহ ইত্যাদি ।
তাছাড়া আহলে হাদীসরা মুসলিমদের মসজিদের মডেল ও আমলের মধ্যেও পরির্বতন করেছে । মহা নবী সা. এর নিজ হাতে গড়া মসজিদে নববীসহ পৃথিবীর সমস্ত মসজিদে মিহরাব থাকলেও, আহলে হাদিস মসজিদ গুলোতে কোন মিহরাব নেই ।
মুসলিমদের মসজিদে নামাজের পর দাওয়াত, তালিম বা জিকিরের ব্যবস্থা থাকলেও , আহলে হাদীস মসজিদ গুলোতে তা কঠোরভাবে নিষিদ্ধ । তাদের মসজিদে নিজেদের দলীয় বিশেষ কায়দায় সালাত পড়ে, মসজিদে বসেই টিভি দেখার ব্যবস্থা করা হয় ।
আহলে হাদীসরা এই সব কর্মকান্ডের দ্বারা, নিজেদেরকে মুসলিমদের থেকে আলাদা একটি সংখ্যালঘু সম্প্রদায় মনে করে থাকে ।
( বন্ধুরা সংবাদটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন)
Monday, March 6, 2017
সম্পর্কিত আরও পড়ুন
আমরা শুনেছি এক শ্রেণীর লোকজন ক্ষণে ক্ষণে নাম পরিবর্তন করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করে।যখন জন্ম নিল তখন নাম ছিল একটা, আর এখন দিনে দিনে নাম পরিবর্তন করেই যাচ্ছে।১. আহলে হাদীস: এই নামে চাল
সূরা ফাতিহা কি কিরাত নয়?মাওলানা আবু হাসসান রাইয়্যান (হাফিজাহুল্লহ)👉সূরা ফাতিহা কুরআনে কারীমের একটি সূরা। এটি স্বীকৃত বাস্ত
প্রশ্নঃ "রাসূল সা: কি হানাফি ছিলেন, শাফেঈ ছিলেন, হাম্মলী ছিলেন,মালেকী ছিলেন, নাকি মুসলিম ছিলেন?জবাবঃ এই মূর্খদে
“মাহরামকে বিয়ে করলে হদ নেই” বিষয়ে কথিত আহলে হাদীসদের মিথ্যাচারপ্রশ্ন:আমাদের দে
আহলে হাদীস সালাফী লা-মাজহাবী ফেতনাকে কেন এত বড় করে দেখা হয়!!!শিরকি কাজ, মুসলিম হয়ে কবরপূজা কইরা যারা আল্লাহর সাথে শরিক করে তারাসহ যতভাবে তারা শিরক করছে তারাই শি
জনৈক কথিত আহলে হাদীসের সাথে মুহাম্মদ আমীন সফদর রহঃ এর একটি চিত্তাকর্ষক কথোপকথনএকদা মুহাম্মদ আম
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!