ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী রহ.শায়াফী মাযহাব অনুসারী হয়ে ইজেতিহাদ করে বোখারী শরিফ লিখলেন এবং বর্তমান জামানায় কুরআনুল কারিমের পরের স্থান টা যে কিতাম কে স্থান দেওয়া হয়েছে।
আর সেই কিতাব পড়ে একদল গোমারাহী জাহেলে খবিস যারা তাদের নাম "লা মাযহাবী আহলে হাদিস" বলে পরিচয় দেয়।
এখন কথা হল এই খবিছের দলেরা নিজেরা নিজেদের কে অজগবী আঃ মনে করে,মনে করে আমারাই সঠিক আর দুনিয়ায় বিদয়াত।
আর আমরা ইমাম বোখারী রহ. ও তার ওস্তাদ ও তার ওস্তাদ কে অনুসরন করে আমরা হয়ে গেছি মুশরেক কফির। নাউযুবিল্লাহ
বাংলা এক প্রবাদ আছে যে "বিচার সবই মানি কিন্তু তাল গাছ আমার।
এবার আপনারাই চিন্তা করেদেখুন...?
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!