মুহতারাম!
খোদাভীরু ধর্মপ্রাণ ভাই ও বোনেরা! আল্লাহ তায়ালা আমাদেরকে এ দুনিয়াতে অনেক নিয়ামত ও অনুগ্রহের মাঝে নিমজ্জিত রেখেছেন।
এর শুকরিয়া হিসেবে আমাদের উচিত আল্লাহর প্রিয় বান্দাদের সুন্দর আমলগুলো ধারণ করে নিজের আখেরাতের পথকে সুগম করা। আল্লাহর প্রিয় বান্দাদের এক জামাআত যারা বদর যুদ্ধে রাসূল সাঃ এর সাথে শরীক ছিলেন। সে যুদ্ধে শরীক থাকার বদৌলতে আল্লাহ তায়ালা তাঁদের উপর নিজ সন্তুষ্টি প্রকাশ করে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বুখারী শরীফে সে সকল সাহাবীদের নামও উল্লেখ রয়েছে। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের অভিজ্ঞতা হল তাদের নাম নিয়ে দু’আ করলে তা আল্লাহ তায়ালা কবুল করেন। তাদের সংখ্যা ছিল ৩১৩ জন।
সে ৩১৩ জনের সংখ্যার বরকত হাসিল করার মানসে কুরআন ও সুন্নাহর প্রচার-প্রসারের উদ্দেশ্যে জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া ঢাকা ৩১৩জনের একটি আজীবন বদরী কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
আসুন বৈধপন্থায় নিজ উপার্জন থেকে বাৎসরিক কিছু অনুদান করে এ ৩১৩সংখ্যার তালিকায় নিজের নামটা সংযোজন করি।
আল্লাহ তায়ালা যদি আমাদের এ সামান্যতম আমলটা কবুল করেন তা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় বলে বিবেচিত হবে।
আজীবন বদরী কমিটির সদস্য হওয়ার নিয়মাবলী
বৎসের যেকোন সময় সদস্য হওয়া যাবে।
যথাক্রমে (সোসিয়াল, ক, খ, গ, ঘ) গ্রুপভিত্তিক আপনার নাম তালিকাভূক্ত করতে পারেন।
সোসিয়াল গ্রুপ ৫০০০/= ও তদউর্দে হাজার টাকা।
(ক) বাৎসরিক ১০০০/= (এক হাজার টাকা),
(খ) বাৎসরিক ৫০০/= (পাঁচ শত টাকা),
(গ)বাৎসরিক ১০০/= ( এক শত টাকা)
(ঘ) বাৎসরিক সার্বজনীন (নিজ ইচ্ছে পরিমান টাকা)।
সহযোগী নিবেদক,
এইচ এম হাফিজুর রহমান বাহার
পরিচালক,
"হক্বের আওয়াজ" অনলাইন পরিবেশন এবং পাঠাগার, ফোন-০১৭৬৪৪৬৪৭৪৬।
যে কোন প্রকার সাহায্য পাঠাবার ব্যবস্থা:- বিকাশ: ০১৭৬৪৪৬৪৭৪৬ এবং ডাচ বাংলা ০১৭৬৪৪৬৪৭৪৬-৪
পরিদর্শন ঠিকানা: "হক্বের আওয়াজ" অনলাইন পরিবেশন এবং পাঠাগার, চাপাইদ(মালিবাগবাজার)মধুপুর, টাংগাইল, ঢাকা বাংলাদেশ।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!