💠ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ✒️
👉❓একজন তাক্বওয়াবান ব্যক্তি হিসেবে আপনার কাছে এই দুই পোষাক থেকে কোন পোষাকটি উত্তম মনে হয়?
👉❓এই দুই পোষাক থেকে কোন পোষাক পরিধানকারীকে আপনি মহব্বত করবেন?
👉❓দুইজন ইমাম সাহেব যদি এই দুই ধরণের পোষাক পরিধান করে তবে আপনি কার ইক্তেদা করবেন?
👉❓কোন পোষাকটি আপনার কাছে ইসলামী পোষাক বলে মনে হয়?
🔷সুন্নতি লেবাস অনেক ফেতনা থেকে বাচায়।যেমনঃ
⚠️১। সিনেমা হল , কনসার্ট সহ বিভিন্ন হারাম জায়গায় মন চাইলেও যেতে পারবেন না।
⚠️২। শয়তানের ধোকায় গার্লফ্রেন্ড যদি হয়েও যায় আল্লাহ না করুক তাকে নিয়েলেবাস পরে ঘুরতে যেতে পারবেন না । হয় লেবাস ছাড়তে হবে তা না হলেগার্লফ্রেন্ড ছাড়তে হবে ।
⚠️৩। হারাম কাজ করতে গেলে লেবাস পড়ে যাওয়া যাবেনা ।তাই ফেতনায় জড়ানোর পূর্ব লক্ষন হচ্ছে
🚩১। প্রথমে টূপি ছাড়া চলা।
🚩২। তারপর পাঞ্জাবী/জুব্বা ছাড়া চলা, টাখনুর উপর কাপড় এবং দাড়ি তখন ও আছে ।
🚩৩। অবশেষে দাড়ি কাটানোএবং টাখনুর নিচে কাপড় লাগিয়ে পুরোপুরি জাহেলিয়াতের সাথে মিশে যাওয়া ।
এসব ই রাসূলের সুন্নতি লেবাসের বিশেষ গুন ও ক্ষমতা , যে এই লেবাস থাকলে আপনি অনেক হারাম থেকে সহজেই বাচতে পারবেন।
🔉অনেকেই বলেন এসবের কি দরকার ?
তাদের বলব 🔊আপনি সুন্নতি লেবাস পুরোপুরি পরিধান করুন দেখবেন হাজারটা গোনাহ থেকে না চাইলেও বাচতে পারছেন,
হাজারটা গুনাহ চাইলেও করতে পারছেন না ।
আমরা যারা সুন্নতি লেবাসে আছি তারা প্রতিনিয়তই টের পাচ্ছি যে কতবড় বড় গোনাহ থেকে এই লেবাসের কল্যানেই বাচতে পারছি।
শুকরিয়া জানাই আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ।
Saturday, May 27, 2017
সম্পর্কিত আরও পড়ুন
নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়ে→ নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থানপায়ে ৷→টিপের দাম এক টাকা হলেও তার স্থানকপালে।→ইতিহাস সাক
আলেমদের মতবিরোধ রহমত স্বরূপএখানে একটি প্রশ্ন হইতে পারে যে, আলেমদের মতবিরোধই উম্মতের ধ্বংসের কারণ ৷ ক্ষেত্র বিশেষে তাহা সত্য হই
আপনার শিশুকে রক্ষা করুন!কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার শিশুকে শিক্ষা দিতে পারেনঃ১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন
যুবক ভাইদের প্রতি.....হজরত আবু জর রা. থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ সা. আক্কাফ রা. কে বললেন, হে আক্কাফ! তোমার স্ত্রী আছে
৫মে ২০১৩ সালের শাপলাচত্বর → শত শত মানুষ শহীদ। যেদিন আল্লাহ্র রহমত ছিলনা আমাদের উপর। কিন্তু কেন?আমরা তো ১৩ দফা আন্দোলন বাস্তবায়ন করতে শাপলাচত্বরে গিয়েছিলাম আল্লাহ্ দ্বীন জমিনে প্রতিষ্ঠা হওয়ার জন
রক্তমাখা ৫ ই মে' আল্লামা বাবুনগরীর ত্যাগের স্মৃতিচারণে আমার কবিতা করেছো নবীর ইজ্জত রক্ষা,জেল জুলুম সব সয়েনাস্তিক মুরতাদ কাঁপে সদা তোমার নামের ভয়েবন্ধ হয়েছে ত্যাগে তো
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!