💠ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ✒️
👉❓একজন তাক্বওয়াবান ব্যক্তি হিসেবে আপনার কাছে এই দুই পোষাক থেকে কোন পোষাকটি উত্তম মনে হয়?
👉❓এই দুই পোষাক থেকে কোন পোষাক পরিধানকারীকে আপনি মহব্বত করবেন?
👉❓দুইজন ইমাম সাহেব যদি এই দুই ধরণের পোষাক পরিধান করে তবে আপনি কার ইক্তেদা করবেন?
👉❓কোন পোষাকটি আপনার কাছে ইসলামী পোষাক বলে মনে হয়?
🔷সুন্নতি লেবাস অনেক ফেতনা থেকে বাচায়।যেমনঃ
⚠️১। সিনেমা হল , কনসার্ট সহ বিভিন্ন হারাম জায়গায় মন চাইলেও যেতে পারবেন না।
⚠️২। শয়তানের ধোকায় গার্লফ্রেন্ড যদি হয়েও যায় আল্লাহ না করুক তাকে নিয়েলেবাস পরে ঘুরতে যেতে পারবেন না । হয় লেবাস ছাড়তে হবে তা না হলেগার্লফ্রেন্ড ছাড়তে হবে ।
⚠️৩। হারাম কাজ করতে গেলে লেবাস পড়ে যাওয়া যাবেনা ।তাই ফেতনায় জড়ানোর পূর্ব লক্ষন হচ্ছে
🚩১। প্রথমে টূপি ছাড়া চলা।
🚩২। তারপর পাঞ্জাবী/জুব্বা ছাড়া চলা, টাখনুর উপর কাপড় এবং দাড়ি তখন ও আছে ।
🚩৩। অবশেষে দাড়ি কাটানোএবং টাখনুর নিচে কাপড় লাগিয়ে পুরোপুরি জাহেলিয়াতের সাথে মিশে যাওয়া ।
এসব ই রাসূলের সুন্নতি লেবাসের বিশেষ গুন ও ক্ষমতা , যে এই লেবাস থাকলে আপনি অনেক হারাম থেকে সহজেই বাচতে পারবেন।
🔉অনেকেই বলেন এসবের কি দরকার ?
তাদের বলব 🔊আপনি সুন্নতি লেবাস পুরোপুরি পরিধান করুন দেখবেন হাজারটা গোনাহ থেকে না চাইলেও বাচতে পারছেন,
হাজারটা গুনাহ চাইলেও করতে পারছেন না ।
আমরা যারা সুন্নতি লেবাসে আছি তারা প্রতিনিয়তই টের পাচ্ছি যে কতবড় বড় গোনাহ থেকে এই লেবাসের কল্যানেই বাচতে পারছি।
শুকরিয়া জানাই আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ।
Saturday, May 27, 2017
সম্পর্কিত আরও পড়ুন
তীয়করোনার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে গরিব অসহায়দের পাশে দাঁড়াতে আল্লামা তাকি উসমানির বিশেষ আহ্বানকরোনা ভাইরাসে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ধীরে ধীরে সবধরণের কাজই বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ‘দিন এনে দিন খ
মেয়েকে লেখা খতিব উবায়দুল হক রহ- এর চিঠিখতিব উবায়দুল হক রহ.- এর বড় মেয়ে রায়হানা হক সিলেটে তার দাদীর কাছে থাকতেন। যখন তার বিয়ের কথাবার্তা চল
টাংগাইল আমাদের গর্ব১.প্রথমেই আসি, বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড়সেতু,বিশ্বের ১৩ তম দীর্ঘ যমুনা সেতুর কথা যা
করোনা ভাইরাস;আল্লামা বাবুনগরীর দিকনির্দেশনামূলক জুমার বয়ানকরোনা ভাইরাসের এই পরিস্থিতিতেগতকাল ২৭ মার্চ জুমার নামাযের পূর্বে দারুল উলুম হাটহাজারী মাদরাসার কেন্
দেওবন্দের মিম্বারে ডাকাত সরদারের সেই ঐতিহাসিক বয়ান, যা শুনে কেঁদেছিলেন উলামায়ে কেরাম গনসৈয়দ আনোয়ার আবদ
সর্বশেষ মু'জিযা,আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অসাধারণ এক উপহার হলো আল-ক্বোর'আন।আমরা জানি রাসূলু
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!