Tuesday, December 18, 2018

গোসলের ফরয ও সুন্নাতসমূহ


গোসলের ফরয তিনটি

১. ভালভাবে একবার কুলি করা ৷ (সূরা মায়িদা, আয়াত নং ৬

২. নাকের নরম স্থান পর্যন্ত একবার পানি পৌছানো ! (সূরা মায়িদা, আয়াত নং ৬)

৩. সমস্ত শরীরে একবার পানি পৌছে দেয়া, যেন কোথাও এক চুল পরিমাণ শুকনো না থাকে ! (সূরা মায়িদা, আয়াত নং ৬/ তিরমিযী, ১০৩: আল বাহরুর রায়িক, ১: ৪৫/ শামী, ১: ১৫১

গোসলের সুন্নাতসমূহ

১.ফরয গোসলের পূর্বে ইস্তিঞ্জা অর্থাৎ পেশাব করা ৷ (মুসান্নেফে আব্দুর রাযযাক হাদিস নং ১০২০

২. শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া ৷ (মুসনাদে আহমাদ, হাদিস নং ১২৬৯৪

৩. পৃথকভাবে উভয় হাত কঞ্জিসহ ধোয়া | (বুখারী শরীফ, হাদিস নং ২৪৮

৪. শরীর বা কাপড়ের কোন স্থানে নাপাকী লেগে থাকলে প্রথমে তা তিনবার ধুয়ে পবিত্র করে নেয়া ৷ (মুসলিম শরীফ, হাদিস নং ৩২১

৫. নাপাকী লেগে থাকলে বা না লেগে থাকলে সর্ব অবস্থায় গুপ্তাঙ্গ ধৌত করা ৷ এরপর উভয় হাত ভালভাবে ধুয়ে নেয়া ৷ (বুখারী শরীফ, হাদিস নং ২৪৯

৬. সুন্নাত তরীকায় পূর্ণ উযু করা ৷ তবে গোসলের স্থানে পানি জমে থাকলে, গোসল শেষ করে পা ধৌত করবে | (বুখারী শরীফ, হাদিস নং ২৬০

৭.প্রথমে মাথায় পানি ঢালা ৷ (বুখারী শরীফ, হাদিস নং ২৫৬

৮.এরপর ডান কাঁধে | (বুখারী শরীফ, হাদিস নং ২৫৪

৯.এরপর বাম কাধে | (বুখারী শরীফ, হাদিস নং ২৫৪) ,

১০.অতঃপর অবশিষ্ট শরীর ভিজানো ৷ (বুখারী শরীফ, হাদিস নং ২৭৪)

১১. সমস্ত শরীরে এমনভাবে তিনবার পানি পৌছানো, যেন একটি পশমের গোড়াও শুষ্ক না থাকে ! (আবু দাউদ, হাদিস নং ২৪৯/ মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস নং ৮১৩)

 তবে নদী-পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলেই তিন বার পানি ঢালার সুন্নাত আদায় হয়ে যাবে ৷ (আবু দাউদ, হাদিস নং ২৪৯/ মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস নং ৮১৩) 

১২. সমস্ত শরীর হাত দ্বারা ঘষে-মেজে ধৌত করা | (তিরমিযী, হাদিস নং ১০৬) 


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!