Tuesday, December 18, 2018

ইস্তিঞ্জার আদব

ইস্তিঞ্জার আদব

৫ দিকে ফিরিয়া ইস্তিঞ্জা করা নিষেধ যথাঃ
১. ক্বিবলার দিকে মুখ করিয়া।
২. ক্বিবলার দিকে পিঠ করিয়া।
৩. চন্দ ও সূর্যের দিকে মুখ করিয়া।
৪. প্রবল বাতাসের দিকে মুখ করিয়া।
৫. একেবারে উলঙ্গ হইয়া।

১০ জায়গায় ইস্তিঞ্জা করা নিষেধ যথাঃ-
১. মানুষ চলাচলের রাস্তায়।
২. ছায়াদার ফলদার গাছের নীচে।
৩. উজু ও গোসলের স্থানে।
৪. গর্তের ভিতরে।
৫. গোরস্থানে।
৬. দাঁড়াইয়া হাঁটিয়া।
৭. বিনা উযরে পারিতে।
৮. ঘরে বা বিছানায়।
৯. মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে।
১০. জন সম্মুখে।

৬ জিনিস নিয়া ইস্তিঞ্জায় যাওয়া নিষেধ যথাঃ-
১. আল্লাহ তা আলার নাম।
২. নবীগণের নাম।
৩. ফেরেস্তাগণের নাম।
৪. কুরআনের আয়াত।
৫. হাদিসের টুকরা।
৬. দুআ কালাম।(লিখিত বা অংকিত)

ইস্তিঞ্জার সময় ৮ কাজ করা নিষেধ
যথাঃ-
১. কথা বলা।
২. জিকির বা তাসবীহ্ পড়া।
৩. কুরআন শরীফ তেলাওয়াত করা।
৪. সালাম দেওয়া।
৫. সালামের উত্তর দেওয়া।
৬. খাওয়া বা পান করা।
৭. মিসওয়াক করা।
৮. লিখা পড়া।

১০ জিনিস দ্বারা কুলুখ লওয়া নিষেধ যথাঃ-
১. গাড্ডি।
২. কয়লা।
৩. কাগজ।
৪. কাঁচ।
৫. গাছের কাঁচা পাতা।
৬. খাদ্য দ্রব্য।
৭. শুকনো গোবর।
৮. জমজমের পানি।
৯. ডান হাত দ্বারা।
১০. ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা।

ইস্তিঞ্জার সময় ৮টি সুন্নাত
যথাঃ-
১. বাম পা দিয়ে প্রবেশ করা।
২. জুতা-সেন্ডেল পায়ে রাখা।
৩. মাথা ঢাকিয়া রাখা।
৪. দিলে দিলে ইস্তিগফার করা।
৫. ঢিলা কুলুখ ব্যবহার করা।
৬. পানি খরচ করা।
৭. ডান পা দিয়ে বাহির হওয়া।
৮.প্রবেশের আগে পরে দুআ পড়া।


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!