করেছো নবীর ইজ্জত রক্ষা,জেল জুলুম সব সয়ে
নাস্তিক মুরতাদ কাঁপে সদা তোমার নামের ভয়ে
বন্ধ হয়েছে ত্যাগে তোমার শাহবাগের ঐ পাপাচার
নবীর সম্মান রক্ষায় তুমি সয়েছ জুলুম অত্যাচার
খোদার রাহে শহীদ হওয়াই ছিল যে তোমার পণ,
রিমান্ডের ঐ নির্যাতনেও ভাঙ্গনি তাই মন ৷
রক্ত-চক্ষু কিংবা ফাঁসির রজ্জু করণি তুমি ভয়
তোমার যোগ্য নেতৃত্বে হেফাজের হয়েছে জয়
হক্বের উপর অটল তুমি সত্য বলায় নির্ভিক
দিয়েছে খেতাম জাতি তোমায় অকুতোভয় সৈনিক
খোদার নিকট অধম জুনাইদ করি মোনাজাত
সুস্থ,সবল রেখে প্রভু দাওগো নেক হায়াত
FB Timeline By Hm Zunaid

Notun kono post nai...notun post korun
ReplyDelete