লোকটি কি সন্ত্রাসী!
নাকি একেবারে কোন গরিব ঘরের সন্তান! না তৃতীয় বিশ্বের একজন অজ্ঞ মুসলিম!
তিনি হচ্ছেন আমেরিকার বিশ্ববিখ্যাত শিকাগো ইউনিভার্সিটির প্যাথলজি বিভাগের সম্মানিত প্রফেসর শাইখ হোসেইন আবদ -আল-সাত্তার।
শিকাগো ইউনিভারসিটি থেকে অন্তত ১৪ জন ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছেন। এমন এক ইউনিভার্সিটির প্রফেসর তিনি।
যিনি প্যাথোমা ভিডিও সিরিজের স্রষ্টা। ফলে পৃথিবীর হাজার হাজার মেডিকেল শিক্ষার্থীদের সম্মানিত শিক্ষক তিনি। তিনি আধ্যাত্মিক জগতের শায়খ হিসেবেও পরিচিত।
তার আপাদমস্তক সুন্নতী লেবাস, খানা খাচ্ছে সুন্নতী তরিকায়। তিনি চাইলে নিজেকে আধুনিকতার স্রোতে গা ভাসিয়ে নিজের জীবনকে ইনজয় করতে পারতেন।
তিনি বেছে নিয়েছেন রাসূলের আদর্শকে।
আল্লাহ বলেন,
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
অর্থ
বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।
রাসূল সা. বলেন,
من تمسك بسنتي عند فساد أمتي له أجر مائة شهيد
অর্থ : ‘উম্মতের ফাসাদের মুহূর্তে যে আমার সুন্নাহকে ধারণ করে সে একশত শহীদের মর্যাদা পাবে।’
প্রতিটা মুসলিম যদি হোসেইন আবদ -আল -সাত্তার হতো ! তবে আজ মুসলিম উম্মা তার পূর্বের গৌরব ফিরে পেত।
আসুন আমরা এই শাইখের মত জীবন গড়ে তুলি।
ওগো রাব্বে কারিম! আমাদেরকে রাসূলের আদর্শ (সুন্নত) কে আঁকড়ে ধরার তাওফিক ইনায়েত করো। আমিন।
(পোস্টটি শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ দিন।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!