Friday, November 1, 2019

শুরায়ী নেজামের অধীনে, (উলামায়ে কেরামের নেতৃত্বে) সামনে আসছে দুইটি ইজতেমা


দুইটি ইজতেমা
:-
(১)বিশ্ব ইজতেমা (২)বাংলাদেশের ইজতেমা

বিশ্ব ইজতেমা বলা হয়: যেখানে বিশ্বের (৬)ছয়টি মহাদেশের অধিকাংশ দেশগুলো দ্বীনের দাওয়াতের জিম্মাদারি আদায় করার জন্য এক জায়গায় একত্রিত হয়।
আবার দ্বীনের দাওয়াত প্রচারের জন্য সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পরেন।

বাংলাদেশের ইজতেমা বলা হয়: বিশ্ব ইজতেমাকে সফল করার জন্য বিশ্ব ইজতেমা  শুরু হওয়ার(৪০-৪৫)দিন আগে টঙ্গীর ময়দানে বাংলাদেশের সমস্ত তিন চিল্লার সাথী,
 ১ সাল,৩ চিল্লার ওলামা হযরতগন,
১ চিল্লার ওলামা হযরতগনের (৫ দিনের জোড়) একত্রিত হওয়াকে বুঝায়।

শুরায়ী নেজামের মাতাহাতে,

বিশ্ব ইজতেমা ১০ ১১ ১২ জানুয়ারী ২০২০

বাংলাদেশের ইজতেমা:অর্থাৎ,(৫)পাঁচ দিনের জোড়: ২৯ নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর: 

এখন আফসোসের বিষয় হলো এবারের (৫)দিনের জোড় টঙ্গী মাঠে হবেনা কারন প্রশাসন অনুমতি দেয়নি। 

পাঁচ ৫ দিনের জোড় হবে ৪ চারটি পয়েন্টে:

(১)চট্টগ্রাম:
চট্টগ্রামের আওতায় যে জেলাগুলো থাকবে:

(১)চট্টগ্রাম
(২)কক্সবাজার
(৩)রাঙ্গামাটি
(৪)বান্দরবন
(৫)খাগড়াছড়ি
(৬)ফেনী
(৭)নোয়াখালী
(৮)লক্ষীপুর
(৯)চাদপুর
(১০)কুমিল্লা
(১১)বি-বাড়িয়া
(১২)হবিগঞ্জ
(১৩)সিলেট
(১৪)মৌলভি বাজার
(১৫)সুনামগঞ্জ

(২)নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আওতায় যে জেলাগুলো থাকবে:

(১)ঢাকা
(২)নারায়ণগঞ্জ
(৩)মুন্সীগঞ্জ
(৪) মানিকগঞ্জ
(৫)নরসিংদী
(৬)বরিশাল
(৭)ভোলা
(৮)ঝালকাঠি
(৯)পটুয়াখালি
(১০)পিরোজপুর
(১১)বরগুনা

(৩)ময়মনসিংহ:
ময়মনসিংহের আওতায় যে জেলাগুলো থাকবে:

(১)ময়মনসিংহ
(২)জামালপুর
(৩)শেরপুর
(৪)টাঙ্গাইল
(৫)নেত্রকোনা
(৬)কিশোরগঞ্জ
(৭)গাজীপুর
(৮)চাপাইনবাবগঞ্জ
(৯)রাজশাহী
(১০)নওগাঁ
(১১)নাটোর
(১২)শিরাজগঞ্জ
(১৩)পাবনা
(১৪)জয়পুরহাট
(১৫)বগুড়া
(১৬)রংপুর
(১৭)গাইবান্ধা
(১৮)কুড়িগ্রাম
(১৯)লালমনিরহাট
(২০)নীলফামারী
(২১)পঞ্চগড়
(২২)ঠাকুরগাঁও
(২৩)দিনাজপুর

(৪)যশোর:
যশোরের আওতায় যে জেলাগুলো থাকবে:

(১)যশোর
(২)ঝিনাইদাহ
(৩)মেহেরপুর
(৪)চুয়াঢাঙ্গা
(৫)কুষ্টিয়া
(৬)মাগুড়া
(৭)নড়াইল
(৮)সাতক্ষীরা
(৯)বাগেরহাট
(১০)খুলনা
(১১)ফরিদপুর
(১২)মাদারীপুর
(১৩)রাজবাড়ী
(১৪)শরিয়তপুর
(১৫)গোপালগঞ্জ

ইয়া আল্লাহ জোড় ও ইজতেমাকে ভরপুর কামিয়াব ফরমান। আমিন।

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!