Friday, November 29, 2019

নারায়নগঞ্জ-ময়মনসিংহে আজ থেকে শুরু হচ্ছে তাবলিগের জোড় ইজতেমা


সাধারণত বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছর টঙ্গি ইজতেমা ময়দানে এ জোড় ইজতেমা হলেও এ বছর অঞ্চল ভিত্তিক পৃথক পৃথক স্থানে আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের ‘জোড় ইজতেমা’ অনুষ্ঠিত হবে।

তারই অংশ হিসেবে নারায়নগঞ্জে ১১ জেলার আলমী শুরাপন্থী ও ময়মনসিংহের আকুয়া মারকাজের নির্ধারিত জায়গায় ১৮টি জেলার আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের নিয়ে আজ ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিন দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ শুরু হতে যাচ্ছে।

ওলামায়ে কেরাম ও বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইলের আলেম মুরব্বিদের ব্যবস্থাপনায় আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের জোড় ইজতেমায় দেশের সর্বস্তরে আলেম-ওলামারা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!