Tuesday, March 17, 2020

করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য স্বপ্নযোগে রাসূল সা. তিনটি আমল শিখিয়ে দিয়েছেন।

করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য স্বপ্নযোগে রাসূল সা. তিনটি আমল শিখিয়ে দিয়েছেন।

শায়খুল ইসলাম আল্লামা মুফতি তাকী উসমানী হাফিযাহুল্লাহ্ এক ভিডিও বার্তায় বলেন,
“তাবলীগ জামাতের সাথে সম্পর্ক রয়েছে এমন একজন নেককার বুযুর্গ ব্যক্তির স্বপ্নযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত হয়েছে। সেই স্বপ্নে বর্তমান বিশ্বব্যাপী করোনা ভাইরাস নামক মহামারী থেকে বাঁচার জন্য রাসূল সা. তিনটি আমল শিখিয়ে দিয়েছেন।
★আমল ৩টি হলো-
১) ৩ বার সূরা ফাতিহা পাঠ করা
২) ৩ বার সূরা ইখলাস পাঠ করা
৩) ৩১৩ বার ﺣَﺴْﺒُﻨَﺎ ﺍﻟﻠّٰﻪُ ﻭَﻧِﻌْﻢَ ﺍﻟْﻮَﻛِﻴْﻞُ পড়া।”

উক্ত বুযুর্গ এই স্বপ্নের কথা শায়খুল ইসলাম মুফতি তাকী উসমানী হাফিযাহুল্লাহকে শুনিয়েছেন।
Collected

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!