করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা থেকে গৃহিত সতর্কতামূলক পদক্ষেপের বিষয়ে অবহেলা করার সুযোগ মোটেই নেই ।
হাদীসের ভাস্য-
لا عدوى ولا طيرة ....
সংক্রমন এবং কুলক্ষণ বাস্তব নয়।- সহীহ মুসলিম ।
এই হাদীসটি ইসলামী আকীদা বর্ণনা করছে । আমল বা কর্মপন্থার বিষয়ে এতে কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই । রোগ-ব্যধির সংক্রমনজাতীয় কোনো সংকটে কর্মপন্থা বিষয়ে এই হাদীসটি নিরব । এমন ক্ষেত্রে মুমিনদের করণীয় কর্মপন্থা বিষয়ে অন্য দুটি হাদীসের ভাস্য দ্ব্যর্থহীন । একটি হল-
فر من المجذوم فرارك من الأسد
কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি হতে দূরে সরে থাক যেমন সিংহ থেকে পালিয়ে থাকো। -সহীহ বুখারী
অপর হাদীসটি হল-
لا يورد ممرض على مصح
অসুস্থ ব্যক্তি যেন সুস্থদের কাছে না ভিড়ে।-সহীহ বুখারী
এমন সুস্পষ্ট নির্দেশনা থাকতে এ বিষয়ে কোনো সংষয় কিংবা গাফলতি মুমিনের শান হতে পারে না।
কুরআন বলেছে-واذا مرضت فهو يشفين
অসুস্থ হলে আরোগ্য্য দান করেন আল্লাহ । কিন্তু চিকিৎসককে দিয়ে চিকিৎসা করা সুন্নত ।
হাদীসের ভাস্য-
لا عدوى ولا طيرة ....
সংক্রমন এবং কুলক্ষণ বাস্তব নয়।- সহীহ মুসলিম ।
এই হাদীসটি ইসলামী আকীদা বর্ণনা করছে । আমল বা কর্মপন্থার বিষয়ে এতে কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই । রোগ-ব্যধির সংক্রমনজাতীয় কোনো সংকটে কর্মপন্থা বিষয়ে এই হাদীসটি নিরব । এমন ক্ষেত্রে মুমিনদের করণীয় কর্মপন্থা বিষয়ে অন্য দুটি হাদীসের ভাস্য দ্ব্যর্থহীন । একটি হল-
فر من المجذوم فرارك من الأسد
কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি হতে দূরে সরে থাক যেমন সিংহ থেকে পালিয়ে থাকো। -সহীহ বুখারী
অপর হাদীসটি হল-
لا يورد ممرض على مصح
অসুস্থ ব্যক্তি যেন সুস্থদের কাছে না ভিড়ে।-সহীহ বুখারী
এমন সুস্পষ্ট নির্দেশনা থাকতে এ বিষয়ে কোনো সংষয় কিংবা গাফলতি মুমিনের শান হতে পারে না।
কুরআন বলেছে-واذا مرضت فهو يشفين
অসুস্থ হলে আরোগ্য্য দান করেন আল্লাহ । কিন্তু চিকিৎসককে দিয়ে চিকিৎসা করা সুন্নত ।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!