Saturday, March 7, 2020

মোদীর বিপক্ষে: সফর বাতিলের ডাক দিয়ে বাংলাদেশে বিক্ষোভ ইসলামি দলগুলির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। ঢাকা এয়ারপোর্টেই মোদীকে প্রতিহত করা হবে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও পালটা বাংলাদেশ সরকারের তরফে কড়া হাতে বিক্ষোভ প্রতিহর করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশে কমছে না বিক্ষোভ-আন্দোলন।
প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর প্রতিরোধে গণমিছিল বাংলাদেশের ইসলামি দলগুলির। আজ বাংলাদেশে বিশাল গণমিছিলের ডাক দেওয়া হয় হেফাজতে ইসলাম সহ একাধিক ইসলামিক সংগঠনগুলির তরফে। সেই মতো বিশাল মিছিল হয় সেই দেশে।
স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবর মোতাবেক, জুমার নমাজের পর বায়তুল মোকাররমের সামনে থেকে এই গণমিছিল শুরু হয়। মিছিল থেকে মোদীর সফর বাতিলের ডাক দেওয়া হয়। মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে, কোনও অবস্থাতেই মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। ইসলামী সমমনা দলের নেতারা জানান, তারা ভারতের বিপক্ষে নয়, তবে মোদীর বিপক্ষে। মোদীর আগমন প্রতিরোধের অংশ হিসেবে আগামী ১২ মার্চ সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে দলগুলো।
প্রসঙ্গত, বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মশতবর্ষ পালন অনুষ্ঠানে যোগ দিয়েই প্রধানমন্ত্রীর এই সফর। চলতি মাসের ১৬ তারিখ বাংলাদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তাঁর সফর ঘিরে ইতিমধ্যে পদ্মাপাড়ে শুরু হয়েছে জোর বিতর্ক। হেফাজতে ইসলামের তরফে হুঁশিয়ারি, ঢাকা এয়ারপোর্ট থেকে বের হতে দেওয়াই হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও পালটা বাংলাদেশ সরকারের তরফেও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে, বাংলাদেশে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। পাশাপাশি কেউ যদি প্রধানমন্ত্রীর পথ আটকানোর চেষ্টা করে তাহলে কড়া হাতে প্রতিহর করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ফাইল ছবি
অন্যদিকে এই বিতর্কের মধ্যেই মোদীকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট। আর সেই পোস্ট করা বাংলাদেশে গ্রেফতার করা হল এক যুবককে। ধৃত যুবকের নাম এমদাদুল হক মিলন বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবক ময়মনসিংহ জেলার আটানিবাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ফেসবুকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে নিয়ে ফেসবুকে অশ্লীল পোস্ট করেছেন। আর এই পোস্ট সে দেশে রীতিমত ভাইরাল হয়ে পড়ে। আর তা ভাইরাল হওয়ার পরেই বাংলাদেশ সরকারের তরফে বিষয়টি নিয়ে কড়া ভাবে দেখা হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!