Friday, February 17, 2017

কী নির্লজ্জ! ১৪ই ফেব্রুয়ারী ঢাকা ইউনিভার্সিটিতে একদল পাগল রামছাগল 'ভালবাসা বঞ্চিত সম্প্রদায়'

কী নির্লজ্জ!
গতকাল ১৪ই ফেব্রুয়ারী ঢাকা ইউনিভার্সিটিতে একদল পাগল রামছাগল 'ভালবাসা বঞ্চিত সম্প্রদায়' ব্যানারে মিছিল করেছে।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে এত বড় বড় রামছাগল ভর্তি হয়েছে আমার জানা ছিলনা!
রামছাগলদের কিছু স্লোগান:
- 'কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না'।
- 'ভালোবাসা আমার অধিকার, আমাকে ভালোবাসতেই হবে'।
- 'এক দফা এক দাবি, প্রেম হোক সর্বজনীন'।
এমন নির্লজ্জ হাস্যকর স্লোগান দেয় মিছিলে।

পাগল বলে কথা! মিছিল শেষে বক্তব্যও রাখে রামছাগলদের দল। বক্তব্যর কিয়দংশ:
ভণ্ড প্রেমিকের সংখ্যা বেড়ে গেছে। কেউ পাঁচটা-চারটা প্রেম করে আবার কেউ একটাও করতে পারে না। এর বিরোধিতায় আমরা সংঘবদ্ধ হয়েছি। আবার কেউ বলেন, পুঁজিবাদের কালো ছায়া থেকে ভালোবাসাকে মুক্ত করতে হবে।

এদের কেউ জানেনা ভালবাসা দিবসের আসল রহস্য বা ইতিহাস। ইউনিভার্সিটিতে পড়ে ঠিকই কিন্তু জ্ঞান-গরিমায় আমাদের বাজারের লেংটা ছক্কু পাগলের চেয়েও অধিকতর খতরনাক। এদের দ্বারা সামাজের মন্দ ছাড়া ভাল কিছু হবেনা। এরাই আবার কথিত নেতানেত্রীদের কাছে সোনার ছেলে, আগামীদিনের ভবিষ্যৎ! আমি বলি, এরা আগামীদিনের জঞ্জাল।

রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী অনুশাসন কায়েম করতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটি স্থানে অশ্লীলতা মুক্ত করতে হবে। এটাই আমাদের দাবী।

(fb আব্দুল ওয়াহহাব)


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!