শোণ কিছু কথা!!!
বেপর্দায় করো না ছড়াছড়ি নিজ ছবি অযথা,
শয়তানও লজ্জা পায় দেখে তুমার-ই নগ্নতা!
মনে কর তুমি সুন্দরী,তাই কি রূপের বাহাদূরী?
তুমিত হতে পার ‘আছিয়া’‘রাবেয়া’র মত মহীয়সি নারী।
সামান্য লাইক,নোংরা কিছু কমন্টে হবে কি যে লাভ?
সেটাওতো ব্যক্তিত্বহীন কিছু নষ্ট লোকের স্বভাব!
আল্লাহ্ তো করে দিছে তুমায় ফরজ পর্দার বিধান
এর বিপরীত হলে দোযখে হবে তুমার স্হান।
বিত্ত বিভব,রূপ-জ্ঞানের হবেনা কোন জয়!
যদি না থাকে,তোমার অন্তরে মহান প্রভূর ভয়।
বিচারের দিনে প্রভুর নিকট কি যে দিবে জবাব?
এর পূর্বে গড়ে তুল অন্তরে ঈমানী স্বভাব।
ও হে বোন!এসো,
লজ্জিত হয়ে প্রভূর তরে করি দৃঢ় পণ!
সরীয়তসম্মত পর্দা করে চলব আজীবন।।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!